Posts

Showing posts from August, 2021

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 31/08/2021

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 31 /08/2021

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 217

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 217

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 218

Image
     পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 218   ************** ********** ১. জগন্নাথ পন্ডিত কোন মুঘল সম্রাটের সভাকবি ছিলেন ? উত্তর : শাহজাহান  ২. হলধর মিশ্র কোন রাজার সভাকবি ছিলেন ? উত্তর : নরসিংহ দেব  ৩. আমির খসরু কোন রাজার সভাকবি ছিলেন ? উত্তর : আলাউদ্দিন খলজি ৪. কাশ্মীরের আকবর নামে কে পরিচিত ? উত্তর : জয়নাল আবেদিন  ৫. হরিসেন কার সভাকবি ছিলেন ? উত্তর : সমুদ্রগুপ্ত  ৬. মুসলীম সমাজের রামমোহন নাম কে পরিচিত ছিলেন ? উত্তর : স্যার সৈয়দ আহমেদ  ৭. টাইগার অফ মাইশোর নাম কে পরিচিত ছিলেন ? উত্তর : টিপু সুলতান  ৮. ভারতের অর্থনীতি এবং রাজনীতির জনক নামে কে পরিচিত ? উত্তর : দাদাভাই নৌরজি  ৯. বাংলার আকবর কাকে বলা হয় ? উত্তর : হুসেন শাহ  ১০. কোন স্বাধীনতা সংগ্রামী অগ্নিশিশু নাম পরিচিত ? উত্তর : ক্ষুদিরাম বসু  ১১. কাকাবাবু - কার উপাধি ছিল ? উত্তর : মুজফ্ফর আহমেদ  ১২. নূরজাহানের প্রকৃত নাম কি ? উত্তর : মেহেরুন্নিসা  ১৩. রাষ্ট্রগুরু কাকে বলা হয় ? উত্তর : সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়  ১৪. ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় ? উত্তর : মাদাম ভিকাজী  ১৫. সকলোত্তর পথনাথ উপাধি গ্রহণ করেন কো

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 30/08/2021

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 30 /08/2021

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 216

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 216 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 217

Image
     পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 217    ************** ********** ১. আদিনা মসজিদ কে নির্মাণ করেন ? উত্তর : সিকান্দার শাহ  ২. কৈলাসনাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন ? উত্তর : দ্বিতীয় নরসিংহ বর্মন  ৩. শেরশাহ এবং মামুদ খাঁ এর মধ্যে সুরজগড়ের যুদ্ধ কোন সালে সংঘটিত হয় ? উত্তর : ১৫৩৪ সালে  ৪. খানুয়ার যুদ্ধ ১৫২৭ সালে কার কার মধ্যে সংঘটিত হয় ? উত্তর : বাবার এবং মেবারের রানা সংগ্রাম সিংহ  ৫. চৌসার যুদ্ধ কত সালে সংঘটিত হয় ? উত্তর : ১৫৩৯ সালে  ৬. দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর সময় কোন বিদেশী পর্যটক ভারতে আসেন ? উত্তর : ফা হিয়েন  ৭. বিদেশী পর্যটক হকিন্স কার আমলে ভারতে এসেছিলেন ? উত্তর : জাহাঙ্গীর  ৮. বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন ? উত্তর : আকবর  ৯. কাবুলের জামী মসজিদের প্রতিষ্ঠাতা কে ? উত্তর : বাবার  ১০. ফতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থিত ? উত্তর : উত্তরপ্রদেশ  ১১. গোয়ালিয়র দুর্গ কোন মুঘল সম্রাট নির্মাণ করেন ? উত্তর : আকবর  ১২. জাহাঙ্গীরের তৈরী নিশাত উদ্যান কোন রাজ্যে অবস্থিত ? উত্তর : জম্মু-কাশ্মীর  ১৩. নুসখা-ই-দিলখুসা গ্রন্থটি কার লেখা ? উত্তর : ভীম সেন  ১৪. মহম্মদ বিন তুঘলকের আ

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 29/08/2021

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 29 /08/2021

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 215

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 215

আগামী পুলিশ পরীক্ষার জন্য 100 নম্বরের মেগা মকটেস্ট

 আগামী পুলিশ পরীক্ষার জন্য 100 নম্বরের মেগা মকটেস্ট 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 216

Image
      পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 216    ************** ********** ১. ভয়েজার - ২ মহাকাশযানটি কোন দেশের ? উত্তর : আমেরিকা   ২. ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত ? উত্তর : DNA এর গঠন   ৩. ফল উৎপাদনে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করে ? উত্তর : দ্বিতীয়  ৪. NABARD এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত ? উত্তর : মুম্বাই  ৫. ঘনত্বের দিক থেকে বেশি বনাঞ্চল কোথায় দেখা যায় ? উত্তর : অরুণাচল প্রদেশ  ৬. পূণ চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয় ? উত্তর : ১৯৩২ সালে  ৭. চম্পকারা উদয়গমন্ডল জাতীয় জলপথ কোন রাজ্যে অবস্থিত ? উত্তর : কেরালা   ৮. ভারতের কোন রাজ্যের রেল নেটওয়ার্ক বৃহত্তম ? উত্তর : উত্তরপ্রদেশ ৯. ২০২০ সালের  টাইমস পার্সন অফ দি ইয়ার কে হলেন ? উত্তর : জো বিডেন এবং কমলা হ্যারিস  ১০. লোহিত পচন হয় কোন শস্যের ? উত্তর : আখ  ১১. মানবদেহের ব্যস্ততম অঙ্গ কোনটি ? উত্তর : হৃৎপিণ্ড  ১২. প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয় ? উত্তর : ১৯৫১ সালে  ১৩. চিল্লা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ? উত্তর : উত্তরাখন্ড  ১৪. কুকি উপজাতি কোন রাজ্যে দেখা যায় ? উত্তর : ত্রিপুরা  ১৫. রেড ডাটা বুক

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 28/08/2021

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 28 /08/2021

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 214

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 214

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 215

Image
     পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 215    ************** ********** ১. ওস্তাদ বিসমিল্লাহ খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ? উত্তর : সানাই  ২. নিম্নের কার উপাধি ছিল সুলতান-ই-আজম ? উত্তর : ইলতুৎমিস  ৩. কবিরের জন্ম কোথায় ? উত্তর : বারাণসী  ৪. আঙুরে কোন এসিড পাওয়া যায় ? উত্তর : সাইট্রিক এসিড   ৫. বিদেরার যুদ্ধ কত সালে সম্পন্ন হয় ? উত্তর : ১৭৫৯ সালে ৬. মৈত্রী এক্সপ্রেস কোন দুটি দেশের মধ্যে চলাচল করে ? উত্তর : ভারত-বাংলাদেশ  ৭. গৌতম বুদ্ধের কোন ক্রিয়াকে ধর্মচক্র পরিবর্তন বলা হয় ? উত্তর : ধর্ম প্রচার  ৮. টানা, ঘাত এবং ঘর্ষন প্রত্যেকেই কি ধরনের বল ? উত্তর : স্পর্শ জনিত বল   ৯. মুক্ত আসলে হলো ____ যৌগ  উত্তর : ক্যালসিয়াম কার্বনেট   ১০. গোলামগিরি গন্থের রচয়িতা কে ছিলেন ? উত্তর : জ্যোতিবা ফুলে  ১১. শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশন কোন সালে প্রতিষ্ঠা হয় ? উত্তর : ১৮০০ সালে  ১২. ভারতের কোন রাজ্যে তুষার চিতা বাঘ সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে ? উত্তর : উত্তরাখন্ড  ১৩. ভারতে আজ পর্যন্ত মোট কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ? উত্তর : তিন বার  ১৪. ভারতের প্রথম উপ-প্রধা

গুরুত্বপূর্ণ একটি ঘোষণা : আগামী পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য

 গুরুত্বপূর্ণ একটি ঘোষণা : আগামী পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ************************ তোমরা যারা আগামী পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমরা আগামী রবিবার অথাৎ কাল বিকাল 4 টের সময় একটা 100 নম্বরের মেগা মকটেস্ট আয়োজন করেছি। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই মকটেস্টে অংশগ্রহণ করতে পারবে ।  সিলেবাস ভিত্তিক প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে এই মকটেস্ট, নম্বরের বিভাজন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মতোই রাখা হয়েছে, তাও একবার নীচে দেখে নাও - জেনারেল নলেজ - 50 নম্বর রিজনিং - 20 নম্বর  গণিত - 30 নম্বর  সময় - 1 ঘন্টা ( 60 মিনিট ) আমাদের মকটেস্ট সেকশনে এই মেগা মকটেস্ট টি লাইভ থাকবে কাল বিকাল 4 টে থেকে । তোমরা সবাই অংশগ্রহণ করে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিও। আর একটা অনুরোধ, যদি আমাদের এই ছোট্ট প্রচেষ্টা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের App টা কে বন্ধু-বান্ধবের সাথে Share করো এবং প্লেস্টোরে অবশ্যই একটি 5 Star রেটিং দিতে ভুলো না ।  

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 27/08/2021

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 27 /08/2021

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 213

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 213

আগামী পুলিশ পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট । বিগত বছরে আসা প্রশ্নের সমাধান

Image
  আগামী পুলিশ পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট । বিগত বছরে আসা প্রশ্নের সমাধান 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 214

Image
     পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 214   ************** ********** ১. লোথাল শহরটি কে আবিষ্কার করেন ? উত্তর : এস আর রাও  ২. কিউবার কারেন্সি কি ? উত্তর : পেশো  ৩. লাল মহল কে নির্মাণ করেন ? উত্তর : বলবন ৪. ভারতের সংবিধান কে সংশোধন করতে পারে ? উত্তর : সংসদ   ৫. ২০১৯ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন ? উত্তর : অমিতাভ বচ্চন   ৬. CT Scan এর CT এর পুরো কথা কি ? উত্তর : Computed Tomography   ৭. কোন দিনটিকে মহাবিষুব বলা হয় ? উত্তর : ২১ মার্চ  ৮. চম্পারণ সত্যাগ্রহ কোন সালে ঘটে ? উত্তর : ১৯১৭ সালে   ৯. সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় ? উত্তর : লর্ড কর্ণওয়ালিস ১০. প্রোটিনবিহীন নাইট্রোজেন ক্ষরণজাত পদার্থ কোনটি ? উত্তর : ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিন ১১. গ্রানা এবং স্ট্রোমা এই দুটির সমন্বয়ে গঠিত হয় -  উত্তর : ক্লোরোপ্লাস্ট  ১২. Amazonia - 1 স্যাটেলাইট টি লঞ্চ করলো কোন দেশ ? উত্তর : ব্রাজিল  ১৩. হ্যালোজেন মৌলগুলির সর্ববহিঃস্থ কক্ষে কতগুলি করে ইলেকট্রন বর্তমান ? উত্তর : ৭ টি  ১৪. সৌরমণ্ডলের সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটি ? উত্তর : পৃথিবী  ১৫. বিশ্ব স্বাস্থ্য দ

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 26/08/2021

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 26 /08/2021

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 212

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 212

পুলিশ পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট , বিগত বছরে আসা প্রশ্নের সমাধান

Image
  পুলিশ পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট , বিগত বছরে আসা প্রশ্নের সমাধান

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 213

Image
   পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 213   ************** ********** ১. ভেম্বানাদ হ্রদ কোন রাজ্যে অবস্থিত ? উত্তর : কেরালা  ২. প্লানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন ? উত্তর : জওহরলাল নেহেরু  ৩. ইলোরার কৈলাস মন্দির কোন রাজারা নির্মাণ করেন ? উত্তর : রাষ্ট্রকূট  ৪. ধর্ম সভা কে প্রতিষ্ঠা করেছিলেন ? উত্তর : রাধাকান্ত দেব  ৫. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? উত্তর : কুতুবউদ্দিন আইবক  ৬. ফুজিতা স্কেলের সাহায্যে কি পরিমাপ করা যায় ? উত্তর : টর্নেডো  ৭. আজাদ হিন্দ বাহিনীর মূল সংগঠন কি ? উত্তর : ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ  ৮. লিটমাস এসিড দ্রবনের সংস্পর্শে কি বর্ণ ধারণ করে ? উত্তর : লাল  ৯. মোটর সাইকেলের RPM বলতে কি বোঝায় ? উত্তর : রিভলিউশান পার মিনিট    ১০. মগধের প্রথম রাজধানী কোথায় ছিল ? উত্তর : রাজগীর  ১১. ইলোরার কৈলাশনাথ মন্দির কোন রাজবংশের শ্রেষ্ঠ কীর্তি ? উত্তর : রাষ্ট্রকূট বংশ  ১২. সাধারণত ডিজে বাক্স এর শব্দের মাত্রা কত হয় ? উত্তর : ১০০ ডেসিবেল   ১৩. ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠিত হয় ? উত্তর : ১৯৫২  ১৪. সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকার রং কি ছিল ? উত

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 25/08/2021

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 25 /08/2021

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 211

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 211

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 212

Image
     পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 212   ************** ********** ১. ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয় ? উত্তর : ১৯৪৯ ২. বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কে রয়েছেন ? উত্তর : হরিবংশ নারায়ণ সিং ৩.পাইরোমিটার কিসে ব্যবহৃত হয় ? উত্তর : উচ্চ উষ্ণতা পরিমাপ  ৪. কোন দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে ? উত্তর : অস্ট্রেলিয়া  ৫. ওয়াটার পোলো তে প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে ? উত্তর : ৭ জন  ৬. মেঘালয়ের রাজধানীর নাম কি ? উত্তর : শিলং  ৭. মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি ? উত্তর : সেরিব্রাম  ৮. কোনো ভোট ঘোষণা করার ক্ষমতা কার রয়েছে ? উত্তর : নির্বাচন কমিশন  ৯. টেক সিটি কোন শহরকে বলা হয় ? উত্তর : বেঙ্গালুরু   ১০. আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ? উত্তর : ১৮৭৫ সালে   ১১. টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ? উত্তর : মুম্বাই  ১২. সার্ক অন্তর্ভুক্ত দেশ গুলি কোন বিশ্বের অন্তর্ভুক্ত ? উত্তর : তৃতীয় বিশ্ব  ১৩. আর্থার ওয়াকার ট্রফি কোন খেলার  সাথে যুক্ত ? উত্তর : বিলিয়ার্ডস  ১৪. নিখিল নন্দী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ? উত্তর : ফুটবল  ১৫. হ

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 24/08/2021

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 24 /08/2021

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 210

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 210

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 211

Image
    পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 211   ************** ********** ➤ 1. তিরিচমির পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত ? Ans : পাকিস্তান  ➤ 2. মিনিয়া কংকা পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত ? Ans : চীন  ➤ 3. মাউন্ট কমিউনিজম পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত ? Ans : তাজিকিস্তান ➤ 4. মুজট্যাগ অ্যাটা পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত ? Ans : চীন  ➤ 5. ধবলগিরি পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত ? Ans : নেপাল  ➤ 6. নাঙ্গা পর্বত কোন দেশে অবস্থিত ? Ans : ভারত  ➤ 7. গুরলা মান্ধতা পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত ? Ans : তিব্বত  ➤ 8. হুরাসকারাণ পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত ? Ans : পেরু  ➤ 9. চিম্বারাজো পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত ? Ans : ইকুয়েডর  ➤ 10. মাউন্ট ম্যাককিনলে পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত ? Ans : আলাস্কা ➥ 11. কোন শহরকে বলা হয় সিটি অফ চিলি ? Ans : গুন্ডুর, অন্ধ্রপ্রদেশ ➥ 12. কোন শহরকে বলা হয় মুক্তার শহর? Ans : হায়দ্রাবাদ, তেলেঙ্গানা  ➥ 13. কোন শহরকে বলা হয় বিরিয়ানির বিশ্ব রাজধানী ? Ans : হায়দ্রাবাদ, তেলেঙ্গানা ➥ 14. কোন রাজ্যকে ভারতের দুধের বালতি বলা হয় ? Ans : হরিয়ানা  ➥ 15. কোন শহরকে ভারতের খনি শ

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 23/08/2021

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 23 /08/2021

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 209

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 209

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 210

Image
    পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 210   ************** ********** ১. পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি ? উঃ মাছরাঙ্গা। ২. পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ? উঃ ভুটান। ৩. পশ্চিমবঙ্গের মোট কতগুলি জেলা রয়েছে ? উঃ ২৩ টি। ৪. দামোদর নদকে আগে কি বলা হত ? উঃ বাংলার দুঃখ। ৫. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বৃহত্তম বিভাগ কোনটি ? উঃ গঙ্গা বদ্বীপ সমভূমি। ৬. দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত ? উঃ মালদা জেলায়। ৭. পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি ? উঃ তাঁত শিল্প। ৮. কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় ? উঃ আমেদাবাদ। ৯. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ? উঃ পশ্চিমবঙ্গের বিষড়ায়। ১০. পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায় ? উঃ রানীগঞ্জে। ১১. পশ্চিমবঙ্গের কোন জেলায় রাবার চাষ হয় ? উঃ জলপাইগুড়ি। ১২. ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান ? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর। ১৩. বসুন্ধরা দিবস কবে পালিত হয় ? উঃ ২১শে এপ্রিল. ১৪. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ? উঃ ৫ জুন। ১৫. বর্তমানে ভারতের মোট অভয়ারণ্য সংখ্যা কয়টি ? উঃ ৫৩৭ টি। ১৬. বর্তমানে ভারত

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 22/08/2021

   দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 22 /08/2021

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 208

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 208

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 209

Image
    পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 209   ************** ********** ১. সংবিধান সভার সভাপতি কে ছিলেন ? উঃ রাজেন্দ্র প্রসাদ  ২. ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় ?  উঃ অন্ধ্রপ্রদেশ  ৩. সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয়েছে ? উঃ ৬১ তম সংশোধনী ( ১৯৮০ এর দশকে ) ৪. একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত বছর ?  উঃ ছয় বছর  ৫. সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়সসীমা কত ?  উঃ ৬৫ বছর  ৬. ভারতবর্ষের রাষ্ট্রব্যবস্থা হল ------------- উঃ যুক্তরাষ্ট্রীয়  ৭. ' বাক স্বাধীনতা ' হল একটি ---------- উঃ মৌলিক অধিকার  ৮. ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কটি ? উঃ ৬টি  ৯. ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন কে ? উঃ ভারতের রাষ্ট্রপতি  ১০. ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা -------- উঃ তিন - স্তরীয়  ১১. ভারতীয় সংবিধানের কোন Article এ গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে ? উঃ Article 40 ১২. ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় ?  উঃ ২৬ নভেম্বর , ১৯৪৯  ১৩. রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম কি ? উঃ বিধান

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 21/08/2021

    দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 21 /08/2021

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 207

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 207

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 208

Image
    পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 208   ************** ********** জেনারেল নলেজ  1. 1 গড় সৌরদিন = কত সেকেন্ড ? [a] 86400  [b] 43200 [c] 21600 [d] 10800 2. একটি সেলাই মেশিনের গতি কি প্রকৃতির ? [a] বৃত্তাকার গতি [b] সরলরৈখিক গতি [c] দোলন গতি [d] ঘূর্ণন গতি  3. ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি - [a] সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক [b] সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন [c] সব বিন্দুতে সমান  [d] যেকোনো বিন্দুতে সর্বাধিক হতে পওরে 4. একটি এক-পরমাণুক গ্যাস হল - [a] হাইড্রোজেন [b] নাইট্রোজেন [c] হিলিয়াম  [d] ক্লোরিন 5. বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে প্রণয়ন করা হয়েছিল ? [a] 2004 সালে [b] 1988 সালে [c] 1972 সালে  [d] 1970 সালে 6. ভারতীয় সংবিধানের কত নং ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ? [a] 276 নং ধারা [b] 368 নং ধারা  [c] 372 নং ধারা [d] 376 নং ধারা 7. মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন ? [a] গোপাল কৃষ্ণ গোখলে  [b] বাল গঙ্গাধর তিলক [c] মহাদেব গোবিন্দ রানাডে [d] অরবিন্দ ঘোষ 8. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন - [a] শিবনাথ শাস্ত্রী [b] রাজা রাম

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 20/08/2021

    দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 20 /08/2021

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 206

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 206

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 207

Image
  পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 207   ************** ********** ✥ 1. 'গীতা রহস্য' গ্রন্থটি কার লেখা ?  Ans : বাল গঙ্গাধর তিলক ✥ 2. 'গৌড়বহ' গ্রন্থটি কার লেখা ?  Ans : বাকপতিরাজ ✥ 3. 'গাথা সপ্তশতী' গ্রন্থটি কার লেখা ?  Ans : সাতবাহন রাজা হল  ✥ 4. 'খাজাইন-উল-ফুতুহ' গ্রন্থটি কার লেখা ?  Ans : আমির খসরু  ✥ 5. 'কনান-ই-মাশুদি' গ্রন্থটি কার লেখা ?  Ans : আলবিরুনি  ✥ 6. 'কর্ণসুন্দরী' গ্রন্থটি কার লেখা ?  Ans : বিলহন  ✥ 7. 'কামন্দকের নীতিসার' গ্রন্থটি কার লেখা ?  Ans : চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী মোখর ✥ 8. 'করণকুতুহল' গ্রন্থটি কার লেখা ?  Ans : আচার্য ভাস্কর  ✥ 9. 'উত্তর রামচরিত' (সংস্কৃত) গ্রন্থটি কার লেখা ?  Ans : ভবাভূতি ✥ 10. 'আয়ুর্বেদ সর্বস্ব' গ্রন্থটি কার লেখা ?  Ans : রাজা ভোজ 11. ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয় ? উত্তর : ১৯৪৯ 12. বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কে রয়েছেন ? উত্তর : হরিবংশ নারায়ণ সিং 13.পাইরোমিটার কিসে ব্যবহৃত হয় ? উত্তর : উচ্চ উষ্ণতা পরিমাপ  14. কোন দ