পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 213
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 213
************************
১. ভেম্বানাদ হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : কেরালা
২. প্লানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর : জওহরলাল নেহেরু
৩. ইলোরার কৈলাস মন্দির কোন রাজারা নির্মাণ করেন ?
উত্তর : রাষ্ট্রকূট
৪. ধর্ম সভা কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর : রাধাকান্ত দেব
৫. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : কুতুবউদ্দিন আইবক
৬. ফুজিতা স্কেলের সাহায্যে কি পরিমাপ করা যায় ?
উত্তর : টর্নেডো
৭. আজাদ হিন্দ বাহিনীর মূল সংগঠন কি ?
উত্তর : ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ
৮. লিটমাস এসিড দ্রবনের সংস্পর্শে কি বর্ণ ধারণ করে ?
উত্তর : লাল
৯. মোটর সাইকেলের RPM বলতে কি বোঝায় ?
উত্তর : রিভলিউশান পার মিনিট
১০. মগধের প্রথম রাজধানী কোথায় ছিল ?
উত্তর : রাজগীর
১১. ইলোরার কৈলাশনাথ মন্দির কোন রাজবংশের শ্রেষ্ঠ কীর্তি ?
উত্তর : রাষ্ট্রকূট বংশ
১২. সাধারণত ডিজে বাক্স এর শব্দের মাত্রা কত হয় ?
উত্তর : ১০০ ডেসিবেল
১৩. ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠিত হয় ?
উত্তর : ১৯৫২
১৪. সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকার রং কি ছিল ?
উত্তর : লাল, হলুদ, সবুজ
১৫. টিউলিপ উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
উত্তর : জম্মু-কাশ্মীর
১৬. গ্লোমেরুলাস কোন অঙ্গের সাথে সম্পর্কিত ?
উত্তর : নেফ্রন
১৭. Overdraft : Saving the Indian Saver - বইটির লেখক কে ?
উত্তর : উৰ্জিত প্যাটেল
১৮. 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' কবিতাটি কার লেখা ?
উত্তর : শঙ্খ ঘোষ
১৯. কোন মুঘল সম্রাট নওরোজ উৎসব নিষিদ্ধ করে ?
উত্তর : ঔরঙ্গজেব
২০. বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় ?
উত্তর : ১১ ই জুলাই