পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 218
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 218
************************
১. জগন্নাথ পন্ডিত কোন মুঘল সম্রাটের সভাকবি ছিলেন ?
উত্তর : শাহজাহান
২. হলধর মিশ্র কোন রাজার সভাকবি ছিলেন ?
উত্তর : নরসিংহ দেব
৩. আমির খসরু কোন রাজার সভাকবি ছিলেন ?
উত্তর : আলাউদ্দিন খলজি
৪. কাশ্মীরের আকবর নামে কে পরিচিত ?
উত্তর : জয়নাল আবেদিন
৫. হরিসেন কার সভাকবি ছিলেন ?
উত্তর : সমুদ্রগুপ্ত
৬. মুসলীম সমাজের রামমোহন নাম কে পরিচিত ছিলেন ?
উত্তর : স্যার সৈয়দ আহমেদ
৭. টাইগার অফ মাইশোর নাম কে পরিচিত ছিলেন ?
উত্তর : টিপু সুলতান
৮. ভারতের অর্থনীতি এবং রাজনীতির জনক নামে কে পরিচিত ?
উত্তর : দাদাভাই নৌরজি
৯. বাংলার আকবর কাকে বলা হয় ?
উত্তর : হুসেন শাহ
১০. কোন স্বাধীনতা সংগ্রামী অগ্নিশিশু নাম পরিচিত ?
উত্তর : ক্ষুদিরাম বসু
১১. কাকাবাবু - কার উপাধি ছিল ?
উত্তর : মুজফ্ফর আহমেদ
১২. নূরজাহানের প্রকৃত নাম কি ?
উত্তর : মেহেরুন্নিসা
১৩. রাষ্ট্রগুরু কাকে বলা হয় ?
উত্তর : সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
১৪. ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় ?
উত্তর : মাদাম ভিকাজী
১৫. সকলোত্তর পথনাথ উপাধি গ্রহণ করেন কোন রাজা ?
উত্তর : হর্ষবর্ধন
১৬. কোন রাজার উপাধি ছিল কুনিক ?
উত্তর : অজাতশত্রু
১৭. নিজাম খাঁ এর প্রকৃত নাম কি ?
উত্তর : সিকান্দর শাহ লোদী
১৮. প্রিন্স অফ বিল্ডার্স কাকে বলা হয় ?
উত্তর : শাহজাহান
১৯. আঞ্জুমান বানু বেগম নাম কে পরিচিত ছিলেন ?
উত্তর : মমতাজ
২০. কম মুঘল সম্রাট তৎকালীন সময়ে জিন্দাপীর নাম ধারণ করেছিলেন ?
উত্তর : ঔরঙ্গজেব