পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 209

 

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 209

 

************************



১. সংবিধান সভার সভাপতি কে ছিলেন ?
উঃ রাজেন্দ্র প্রসাদ 

২. ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় ? 
উঃ অন্ধ্রপ্রদেশ 

৩. সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয়েছে ?
উঃ ৬১ তম সংশোধনী ( ১৯৮০ এর দশকে )

৪. একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত বছর ? 
উঃ ছয় বছর 

৫. সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়সসীমা কত ? 
উঃ ৬৫ বছর 

৬. ভারতবর্ষের রাষ্ট্রব্যবস্থা হল -------------
উঃ যুক্তরাষ্ট্রীয় 

৭. ' বাক স্বাধীনতা ' হল একটি ----------
উঃ মৌলিক অধিকার 

৮. ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কটি ?
উঃ ৬টি 

৯. ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন কে ?
উঃ ভারতের রাষ্ট্রপতি 

১০. ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা --------
উঃ তিন - স্তরীয় 

১১. ভারতীয় সংবিধানের কোন Article এ গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে ?
উঃ Article 40

১২. ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় ? 
উঃ ২৬ নভেম্বর , ১৯৪৯ 

১৩. রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম কি ?
উঃ বিধান পরিষদ 

১৪. লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত ? 
উঃ ১৫ 

১৫. পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না ? 
উঃ রাষ্ট্রপতি

১৬. সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে ? 
উঃ ১৫৪

১৭. কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে ? 
উঃ রাষ্ট্রপতির এবং কোনো রাজ্যের রাজ্যপালের 

১৮. কোনো রাজ্যে Distric Judge কার দ্বারা নিযুক্ত হন ?
উঃ  Governor  ( রাজ্যপাল ) 

১৯. ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়েছিল ?
উঃ ২৬ শে জানুয়ারি , ১৯৫০

২০. সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন ধারায় নিশ্চিত করা হয়েছে ?
উঃ ধারা ১৯

২১. ভারতের 'সংবিধান দিবস' কবে পালিত হয় ?
উঃ ২৬ শে নভেম্বর

২২. ভারতীয় সংবিধানের রচয়িতা কে ? 
উঃ ডঃ বি আর আম্বেদকর 

২৩. Lokpal এর আক্ষরিক অর্থ কি ? 
উঃ Caretaker of the people 

২৪. ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি --------
উঃ বৈধ বা আইনি অধিকার

২৫. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন ------
উঃ লোকসভা , রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা