দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 20/08/2021

 

 


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 20/08/2021

******************


⦿ 1. দেশের প্রথম 'Smog Tower' এর উদ্বোধন করতে চলেছেন দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

⦿ 2. রিমোট সেন্সিং স্যাটেলাইট ডেটা শেয়ারিং এর সহযোগিতার জন্য BRICS সংগঠন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এর সাথে চুক্তি স্বাক্ষর করলো

⦿ 3. FAME-1 স্কিমের অধীনে দিল্লী-চন্ডীগড় জাতীয় সড়ক ভারতের প্রথম 'ইলেক্ট্রিক ভেহিকেল সহযোগী (EV Friendly)' সড়কে পরিণত হলো

⦿ 4. ভারতীয় এয়ার ফোর্সের ফাইটার এয়ার ক্রাফট এর সুরক্ষার জন্য অতিউন্নত 'চ্যাফ টেকনোলজি' তৈরি করলো ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)

⦿ 5. আইআইটি - হায়দ্রাবাদে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সেন্টার ফর রিসার্চ এন্ড ইনোভেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

⦿ 6. ফরিদাবাদ স্মার্ট সিটি লিমিটেড কমিক বইয়ের আইকনিক চরিত্র চাচা চৌধুরী কে বেছে নিলো সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিভিন্ন ইনিশিয়েটিভ প্রমোট করার জন্য

⦿ 7. ডিফেন্স এক্সেলেন্স - ডিফেন্স ইনোভেশন অর্গানাইজেশন (iDEX-DIO) ইনিশিয়েটিভের অধীনে ডিফেন্স ইন্ডিয়া স্টার্টআপ চ্যালেঞ্জ - DISC 5.0 লঞ্চ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

⦿ 8. সম্মিলিত জাতীপুঞ্জের সাথে জোটবদ্ধ হয়ে ভারত 'UNITE Aware' নামক টেক প্লাটফর্ম লঞ্চ করলো

⦿ 9. অক্ষয় উর্যা দিবস (Renewable Energy Day) পালন করা হয় 20 আগস্ট, এছাড়া এই দিনটি সদভাবনা দিবস এবং বিশ্ব মশা দিবস হিসেবেও পালিত হয়, এ বছর মশা দিবসের থিম - Reaching the Zero-malaria target

⦿ 10. বেঙ্গালুরু তে রেল নেটওয়ার্ক কে বিস্তৃত করার জন্য ভারত এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে $ 500 মিলিয়ন অর্থের লোন চুক্তি হলো