পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 210

 

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 210

 

************************



১. পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি ?
উঃ মাছরাঙ্গা।
২. পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ?
উঃ ভুটান।
৩. পশ্চিমবঙ্গের মোট কতগুলি জেলা রয়েছে ?
উঃ ২৩ টি।
৪. দামোদর নদকে আগে কি বলা হত ?
উঃ বাংলার দুঃখ।
৫. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বৃহত্তম বিভাগ কোনটি ?
উঃ গঙ্গা বদ্বীপ সমভূমি।
৬. দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত ?
উঃ মালদা জেলায়।
৭. পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি ?
উঃ তাঁত শিল্প।
৮. কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় ?
উঃ আমেদাবাদ।
৯. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?
উঃ পশ্চিমবঙ্গের বিষড়ায়।
১০. পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায় ?
উঃ রানীগঞ্জে।
১১. পশ্চিমবঙ্গের কোন জেলায় রাবার চাষ হয় ?
উঃ জলপাইগুড়ি।
১২. ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
১৩. বসুন্ধরা দিবস কবে পালিত হয় ?
উঃ ২১শে এপ্রিল.
১৪. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?
উঃ ৫ জুন।
১৫. বর্তমানে ভারতের মোট অভয়ারণ্য সংখ্যা কয়টি ?
উঃ ৫৩৭ টি।
১৬. বর্তমানে ভারতে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে ?
উঃ ৯৭ টি।


১৭. কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত ?
উঃ অসমে।
১৮. ‘Indian Tiger project’— কবে চালু হয় ?
উঃ ১৯৭৩ সালে।
১৯. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?
উঃ ২১ শে মার্চ।
২০. পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে ?
উঃ ৬ টি।