পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 212
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 212
************************
১. ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয় ?
উত্তর : ১৯৪৯
২. বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কে রয়েছেন ?
উত্তর : হরিবংশ নারায়ণ সিং
৩.পাইরোমিটার কিসে ব্যবহৃত হয় ?
উত্তর : উচ্চ উষ্ণতা পরিমাপ
৪. কোন দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে ?
উত্তর : অস্ট্রেলিয়া
৫. ওয়াটার পোলো তে প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে ?
উত্তর : ৭ জন
৬. মেঘালয়ের রাজধানীর নাম কি ?
উত্তর : শিলং
৭. মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি ?
উত্তর : সেরিব্রাম
৮. কোনো ভোট ঘোষণা করার ক্ষমতা কার রয়েছে ?
উত্তর : নির্বাচন কমিশন
৯. টেক সিটি কোন শহরকে বলা হয় ?
উত্তর : বেঙ্গালুরু
১০. আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৮৭৫ সালে
১১. টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?
উত্তর : মুম্বাই
১২. সার্ক অন্তর্ভুক্ত দেশ গুলি কোন বিশ্বের অন্তর্ভুক্ত ?
উত্তর : তৃতীয় বিশ্ব
১৩. আর্থার ওয়াকার ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : বিলিয়ার্ডস
১৪. নিখিল নন্দী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর : ফুটবল
১৫. হাইড্রা হলো একটি ___ প্রাণী যার রক্ত লাল বর্ণের ?
উত্তর : অমেরুদন্ডী
১৬. ওয়াংখেড়ে স্টেডিয়াম টি কোথায় অবস্থিত ?
উত্তর : মুম্বাই
১৭. ভারতে কোন সালে সবুজ বিপ্লব শুরু হয় ?
উত্তর : ১৯৬৬ সালে
১৮. GRPS এর পুরো কথা কি ?
উত্তর : জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস
১৯. কম্পিউটারে কোন কী প্রেস করলে ফাইল বন্ধ করা যায় ?
উত্তর : Ctrl + W
২০. ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : ফুটবল