পুলিশ পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট , বিগত বছরে আসা প্রশ্নের সমাধান

 

পুলিশ পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট , বিগত বছরে আসা প্রশ্নের সমাধান






1.প্রশ্ন :  একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা, লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে, ঘুড়ির দাম কত ?  (WBP Constable 2019 Preli)
[a] 10 পয়সা 
[b] 20 পয়সা
[c] 5 পয়সা
[d] 25 পয়সা


----------------------------------------------------------------------
2.প্রশ্ন :  দুটি পাইপ A এবং B কোনো জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে । যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষন পরে B পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে ?  (WBP Constable 2019 Preli)
[a] 4 মিনিট
[b] 4 1/2 মিনিট
[c] 3 1/2 মিনিট
[d] 4 3/4 মিনিট

----------------------------------------------------------------------
3.প্রশ্ন : একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুন হলে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত ?  (WBP Constable 2019 Preli)
[a] 100 বর্গ সেমি
[b] 25√3 সেমি
[c] 25 বর্গ সেমি
[d] 10√3 বর্গ সেমি

----------------------------------------------------------------------
4.প্রশ্ন :  সম পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে S ও R হলে, নিম্নের কোনটি সত্যি ?  (WBP Constable 2019 Preli)
[a] S = 2R
[b] S = R
[c] S < R
[d] S > R

----------------------------------------------------------------------
5. প্রশ্ন :  কোনো দ্রব্যের বিক্রয়মূল্য 616 টাকা হলে 12% লাভ হয় । ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে ?  (WBP Constable 2019 Preli)
[a] 64 টাকা
[b] 72 টাকা
[c] 46 টাকা
[d] 88 টাকা

----------------------------------------------------------------------
6.প্রশ্ন : বড়ো থেকে ছোট সাজাও : 7/11, 16/20, 21/22  (WBP Constable 2019 Preli)
[a] 21/22, 7/11, 16/20
[b] 21/22, 16/20, 7/11 
[c] 7/11, 16/20, 21/22
[d] 7/11, 21/22, 16/20

----------------------------------------------------------------------
7. প্রশ্ন :  7000 টাকা লগ্নী করে A একটি ব্যবসা শুরু করে, 5 মাস বাদে B তার অংশীদারী হয় । এক বছর বাদে যদি তাদের লভ্যাংশ 2 : 3 অনুপাতে ভাগ হয়, তবে B কত টাকা লগ্নী করেছিল ?  (WBP Constable 2019 Preli)
[a] 6500
[b] 18,000 
[c] 10,000
[d] 9000

----------------------------------------------------------------------
8.প্রশ্ন : 4 টি দ্রব্যের বিক্রয়মূল্য যদি 5 টি দ্রব্যের ক্রয়মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমান কত ?  (WBP Constable 2019 Preli)
[a] 22 1/2%
[b] 25%
[c] 20% 
[d] 30%

 
  ----------------------------------------------------------------------
9.প্রশ্ন :  পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 100 বছর, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2 : 1 হলে , 10 বছর পর তাদের বয়স কত হবে ?  (WBP Constable 2019 Preli)
[a] 65 বছর, 55 বছর
[b] 70 বছর, 50 বছর
[c] 75 বছর, 45 বছর 
[d] 80 বছর, 40 বছর

---------------------------------------------------------------------
10.প্রশ্ন :  কত বছরে কোনও টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুন হবে ?  (WBP Constable 2019 Preli)
[a] 4 বছর 5 মাস 
[b] 5 বছর 4 মাস
[c] 6 বছর 2 মাস
[d] 6 বছর 5 মাস

--------------------------------------------------------------------