পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 215
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 215
************************
১. ওস্তাদ বিসমিল্লাহ খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
উত্তর : সানাই
২. নিম্নের কার উপাধি ছিল সুলতান-ই-আজম ?
উত্তর : ইলতুৎমিস
৩. কবিরের জন্ম কোথায় ?
উত্তর : বারাণসী
৪. আঙুরে কোন এসিড পাওয়া যায় ?
উত্তর : সাইট্রিক এসিড
৫. বিদেরার যুদ্ধ কত সালে সম্পন্ন হয় ?
উত্তর : ১৭৫৯ সালে
৬. মৈত্রী এক্সপ্রেস কোন দুটি দেশের মধ্যে চলাচল করে ?
উত্তর : ভারত-বাংলাদেশ
৭. গৌতম বুদ্ধের কোন ক্রিয়াকে ধর্মচক্র পরিবর্তন বলা হয় ?
উত্তর : ধর্ম প্রচার
৮. টানা, ঘাত এবং ঘর্ষন প্রত্যেকেই কি ধরনের বল ?
উত্তর : স্পর্শ জনিত বল
৯. মুক্ত আসলে হলো ____ যৌগ
উত্তর : ক্যালসিয়াম কার্বনেট
১০. গোলামগিরি গন্থের রচয়িতা কে ছিলেন ?
উত্তর : জ্যোতিবা ফুলে
১১. শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশন কোন সালে প্রতিষ্ঠা হয় ?
উত্তর : ১৮০০ সালে
১২. ভারতের কোন রাজ্যে তুষার চিতা বাঘ সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে ?
উত্তর : উত্তরাখন্ড
১৩. ভারতে আজ পর্যন্ত মোট কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ?
উত্তর : তিন বার
১৪. ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর : বল্লভভাই প্যাটেল
১৫. মহাকাশে মানুষ পাঠানোর কৃতিত্বে ভারতের স্থান কত ?
উত্তর : ১৩ তম
১৬. সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উত্তর : কলকাতা
১৭. ভারত-পাক সিমলা চুক্তি কত সালে সম্পন্ন হয় ?
উত্তর : ১৯৭২ সালে
১৮. কাঠি লোকনৃত্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
উত্তর : পশ্চিমবঙ্গ
১৯. স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস এর হার প্রতি মিনিটে কত ?
উত্তর : ২০--৩০ বার
২০. গোচি উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
উত্তর : হিমাচল প্রদেশ