পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 217

 

  


পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 217 

 

************************


১. আদিনা মসজিদ কে নির্মাণ করেন ?
উত্তর : সিকান্দার শাহ 

২. কৈলাসনাথ মন্দির কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : দ্বিতীয় নরসিংহ বর্মন 

৩. শেরশাহ এবং মামুদ খাঁ এর মধ্যে সুরজগড়ের যুদ্ধ কোন সালে সংঘটিত হয় ?
উত্তর : ১৫৩৪ সালে 

৪. খানুয়ার যুদ্ধ ১৫২৭ সালে কার কার মধ্যে সংঘটিত হয় ?
উত্তর : বাবার এবং মেবারের রানা সংগ্রাম সিংহ 

৫. চৌসার যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
উত্তর : ১৫৩৯ সালে 

৬. দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর সময় কোন বিদেশী পর্যটক ভারতে আসেন ?
উত্তর : ফা হিয়েন 

৭. বিদেশী পর্যটক হকিন্স কার আমলে ভারতে এসেছিলেন ?
উত্তর : জাহাঙ্গীর 

৮. বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন ?
উত্তর : আকবর 

৯. কাবুলের জামী মসজিদের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : বাবার 

১০. ফতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : উত্তরপ্রদেশ 

১১. গোয়ালিয়র দুর্গ কোন মুঘল সম্রাট নির্মাণ করেন ?
উত্তর : আকবর 

১২. জাহাঙ্গীরের তৈরী নিশাত উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : জম্মু-কাশ্মীর 

১৩. নুসখা-ই-দিলখুসা গ্রন্থটি কার লেখা ?
উত্তর : ভীম সেন 

১৪. মহম্মদ বিন তুঘলকের আমলে কোন বিদেশী পর্যটক ভারতে আসেন ?
উত্তর : ইবন বতুতা 

১৫. বড়সোনা মসজিদ কে নির্মাণ করেন ?
উত্তর : হুসেন শাহ 

১৬. এলাহাবাদ লিপি থেকে কোন রাজার কীর্তি জানা যায় ?
উত্তর : অশোক 

১৭. নানাঘাট লিপি থেকে কোন রাজার কথা জানা যায় ?
উত্তর : প্রথম সাতকর্ণী 

১৮. নাসিক লিপি থেকে কোন রাজার কথা জানা যায় ?
উত্তর : গৌতমীপুত্র সাতকর্ণী 

১৯. হুমায়ুন নাম - গ্রন্থটি কার লেখা ?
উত্তর : গুলবদন বেগম 

২০. দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের মধ্যে অন্যতম বরাহমিহির কোন বিষয়ে পারদর্শী ছিলেন ?
উত্তর : জ্যোতির্বিদ্যা