পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 216
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 216
************************
১. ভয়েজার - ২ মহাকাশযানটি কোন দেশের ?
উত্তর : আমেরিকা
২. ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত ?
উত্তর : DNA এর গঠন
৩. ফল উৎপাদনে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করে ?
উত্তর : দ্বিতীয়
৪. NABARD এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত ?
উত্তর : মুম্বাই
৫. ঘনত্বের দিক থেকে বেশি বনাঞ্চল কোথায় দেখা যায় ?
উত্তর : অরুণাচল প্রদেশ
৬. পূণ চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয় ?
উত্তর : ১৯৩২ সালে
৭. চম্পকারা উদয়গমন্ডল জাতীয় জলপথ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : কেরালা
৮. ভারতের কোন রাজ্যের রেল নেটওয়ার্ক বৃহত্তম ?
উত্তর : উত্তরপ্রদেশ
৯. ২০২০ সালের টাইমস পার্সন অফ দি ইয়ার কে হলেন ?
উত্তর : জো বিডেন এবং কমলা হ্যারিস
১০. লোহিত পচন হয় কোন শস্যের ?
উত্তর : আখ
১১. মানবদেহের ব্যস্ততম অঙ্গ কোনটি ?
উত্তর : হৃৎপিণ্ড
১২. প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয় ?
উত্তর : ১৯৫১ সালে
১৩. চিল্লা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : উত্তরাখন্ড
১৪. কুকি উপজাতি কোন রাজ্যে দেখা যায় ?
উত্তর : ত্রিপুরা
১৫. রেড ডাটা বুক প্রকাশ করে কোন সংস্থা ?
উত্তর : IUCN
১৬. ONGC সংস্থা টি স্ট্যাচুটারি বডি হিসেবে কত সালে প্রতিষ্ঠা হয় ?
উত্তর : ১৯৫৯ সালে
১৭. কানহু মাঝি - কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর : হুল বিদ্রোহ
১৮. ২০২১ সালের আইপিএল টাইটেল স্পন্সর সংস্থা কোনটি ?
উত্তর : VIVO
১৯. Hope নামক মঙ্গোল মিশনটি কোন দেশের ?
উত্তর : UAE (সংযুক্ত আরব-আমিরশাহী)
২০. নন্দনকানন অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : ওড়িশা