পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 208
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 208
************************
জেনারেল নলেজ
1. 1 গড় সৌরদিন = কত সেকেন্ড ?
[a] 86400
[b] 43200
[c] 21600
[d] 10800
2. একটি সেলাই মেশিনের গতি কি প্রকৃতির ?
[a] বৃত্তাকার গতি
[b] সরলরৈখিক গতি
[c] দোলন গতি
[d] ঘূর্ণন গতি
3. ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি -
[a] সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক
[b] সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন
[c] সব বিন্দুতে সমান
[d] যেকোনো বিন্দুতে সর্বাধিক হতে পওরে
4. একটি এক-পরমাণুক গ্যাস হল -
[a] হাইড্রোজেন
[b] নাইট্রোজেন
[c] হিলিয়াম
[d] ক্লোরিন
5. বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে প্রণয়ন করা হয়েছিল ?
[a] 2004 সালে
[b] 1988 সালে
[c] 1972 সালে
[d] 1970 সালে
6. ভারতীয় সংবিধানের কত নং ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ?
[a] 276 নং ধারা
[b] 368 নং ধারা
[c] 372 নং ধারা
[d] 376 নং ধারা
7. মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
[a] গোপাল কৃষ্ণ গোখলে
[b] বাল গঙ্গাধর তিলক
[c] মহাদেব গোবিন্দ রানাডে
[d] অরবিন্দ ঘোষ
8. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন -
[a] শিবনাথ শাস্ত্রী
[b] রাজা রামমোহন রায়
[c] দেবেন্দ্রনাথ ঠাকুর
[d] কেশবচন্দ্র সেন
9. ভাকরা নাঙ্গাল পরিকল্পনা কোন নদীর উপর তৈরি হয়েছে ?
[a] শতদ্রু
[b] গঙ্গা
[c] ব্রহ্মপুত্র
[d] মহানদী
10. প্রাণীদেহের দীর্ঘতম কোশ কোনটি ?
[a] স্নায়ুকোশ
[b] লিভার কোশ
[c] রক্ত কোশ
[d] পেশী কোশ
11. সি.জি.এস পদ্ধতিতে সরণের একক হল -
[a] সেন্টিমিটার
[b] মিটার
[c] ফুট
[d] সেমি / সেকেন্ড
12. নিম্নের কার ছদ্মনাম 'বীরবল' ?
[a] রবীন্দ্রনাথ ঠাকুর
[b] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
[c] প্রমথ চৌধুরী
[d] মধুসূদন দত্ত
13. বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় ?
[a] 12 ডিসেম্বর
[b] 1 ডিসেম্বর
[c] 23 অক্টোবর
[d] 11 জুলাই
14. ভারত এবং চীনের মধ্যে নিম্নের কোন সীমারেখা অবস্থিত ?
[a] রাডক্লিফ লাইন
[b] ম্যাকমোহন লাইন
[c] ম্যাগিনট লাইন
[d] মালাক্কা প্রণালী
15. নিম্নের কোন রাজ্য কে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় ?
[a] মালদহ
[b] বাঁকুড়া
[c] পশ্চিম মেদিনীপুর
[d] বর্ধমান
কারেন্ট অ্যাফেয়ার্স
1. টোকিও অলিম্পিক 2021 এ ভারত মোট কত গুলি পদক জিতলো ?
[a] 6 টি
[b] 7 টি
[c] 8 টি
[d] 5 টি
2. কোন রাজ্যের হাইকোর্টে প্রথম মহিলা বিচারপতি হিসেবে হিমা কোহলি কে নিযুক্ত করা হলো ?
[a] অন্ধ্রপ্রদেশ
[b] তেলেঙ্গানা
[c] মুম্বাই
[d] কলকাতা
3. কোন রাজ্য সরকার 'ওয়ান স্কুল ওয়ান আইএএস' স্কিম লঞ্চ করেছে ?
[a] তামিলনাড়ু
[b] গুজরাট
[c] কেরল
[d] কর্ণাটক
4. কেন্দ্রীয় সরকার কোন দিনটি পরাক্রম দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করলো ?
[a] 21 জানুয়ারি
[b] 26 জানুয়ারি
[c] 23 জানুয়ারি
[d] 31 জানুয়ারি
5. ভারতের প্রথম জেন্ডার পার্ক কোন রাজ্যে চালু করা হলো ?
[a] হিমাচল প্রদেশ
[b] কেরল
[c] তামিলনাড়ু
[d] কর্ণাটক
6. প্রথমবার অনুষ্ঠিত এশিয়ান অনলাইন শ্যুটিং চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান পেলো কোন দেশ ?
[a] মালদ্বীপ
[b] চীন
[c] মায়ানমার
[d] ভারত
7. The Little Book of Encouragement - বইটি কে লিখেছেন ?
[a] অমিতাভ ঘোষ
[b] লীলা রায়
[c] দালাই লামা
[d] উপরের কেউ নয়
8. Jeff Bezos এর পরিবর্তে Andy Jassy নিম্নের কোন সংস্থার CEO পদের দায়িত্ব নিলেন ?
[a] আমাজন
[b] ফ্লিপকার্ট
[c] স্ন্যাপডিল
[d] আমেরিকান এক্সপ্রেস
9. ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত ডেমোক্রেসি ইনডেক্স অনুযায়ী ভারত কততম স্থান অধিকার করলো ?
[a] 52 তম
[b] 55 তম
[c] 54 তম
[d] 53 তম
10. য়ুধ অভ্যাস অনুশীলন 2020 ভারত এবং কোন দেশের মধ্যে সম্পন্ন হলো ?
[a] স্পেন
[b] ফ্রান্স
[c] জাপান
[d] আমেরিকা যুক্তরাষ্ট্র
11. প্রথমবার ঘোষিত আইসিসি প্লেয়ার অফ দি মান্থ অফ জানুয়ারি কে হলেন ?
[a] রোহিত শর্মা
[b] বিরাট কোহলি
[c] রবিচন্দ্রন অশ্বিন
[d] রিষভ পন্থ
12. ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দি ইয়ার 2021 কে জিতলেন ?
[a] মাইকেল রবার্ট
[b] রবার্ট আরউইন
[c] এডগার আরউইন
[d] উপরের কেউ নয়
13. মুখ্যমন্ত্রী অভ্যুদয় যোজনা 2021 কোন রাজ্য লঞ্চ করলো ?
[a] মধ্যপ্রদেশ
[b] উত্তরপ্রদেশ
[c] রাজস্থান
[d] হরিয়ানা
14. খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের দ্বিতীয় সংস্করণ কোথায় শুরু হলো ?
[a] জম্মু-কাশ্মীর
[b] লাদাখ
[c] হিমাচল প্রদেশ
[d] সিকিম
15. রাজ্যের মহিলাদের জন্য লক্ষী ভান্ডার নামক প্রকল্প লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?
[a] পশ্চিমবঙ্গ
[b] উত্তরপ্রদেশ
[c] মধ্যপ্রদেশ
[d] ওড়িশা