পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 214
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 214
************************
১. লোথাল শহরটি কে আবিষ্কার করেন ?
উত্তর : এস আর রাও
২. কিউবার কারেন্সি কি ?
উত্তর : পেশো
৩. লাল মহল কে নির্মাণ করেন ?
উত্তর : বলবন
৪. ভারতের সংবিধান কে সংশোধন করতে পারে ?
উত্তর : সংসদ
৫. ২০১৯ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন ?
উত্তর : অমিতাভ বচ্চন
৬. CT Scan এর CT এর পুরো কথা কি ?
উত্তর : Computed Tomography
৭. কোন দিনটিকে মহাবিষুব বলা হয় ?
উত্তর : ২১ মার্চ
৮. চম্পারণ সত্যাগ্রহ কোন সালে ঘটে ?
উত্তর : ১৯১৭ সালে
৯. সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় ?
উত্তর : লর্ড কর্ণওয়ালিস
১০. প্রোটিনবিহীন নাইট্রোজেন ক্ষরণজাত পদার্থ কোনটি ?
উত্তর : ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিন
১১. গ্রানা এবং স্ট্রোমা এই দুটির সমন্বয়ে গঠিত হয় -
উত্তর : ক্লোরোপ্লাস্ট
১২. Amazonia - 1 স্যাটেলাইট টি লঞ্চ করলো কোন দেশ ?
উত্তর : ব্রাজিল
১৩. হ্যালোজেন মৌলগুলির সর্ববহিঃস্থ কক্ষে কতগুলি করে ইলেকট্রন বর্তমান ?
উত্তর : ৭ টি
১৪. সৌরমণ্ডলের সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটি ?
উত্তর : পৃথিবী
১৫. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় ?
উত্তর : ৭ ই এপ্রিল
১৬. পশ্চিমবঙ্গের কোন জেলা ছৌ-নৃত্যের পীঠস্থান ?
উত্তর : পুরুলিয়া
১৭. ভারতের সম্পূর্ণ ইলেক্ট্রিফায়েড রেলওয়ে জোন কোনটি ?
উত্তর : ওয়েস্টার্ন জোন
১৮. কোন মুঘল সম্রাটের ডাক নাম ছিল সেলিম ?
উত্তর : জাহাঙ্গীর
১৯. লাহোরে জমি বা বাদশাহী মসজিদ কে নির্মাণ করেন ?
উত্তর : ঔরঙ্গজেব
২০. বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর : দিল্লী