পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 207
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 207
************************
✥ 1. 'গীতা রহস্য' গ্রন্থটি কার লেখা ?
Ans : বাল গঙ্গাধর তিলক
✥ 2. 'গৌড়বহ' গ্রন্থটি কার লেখা ?
Ans : বাকপতিরাজ
✥ 3. 'গাথা সপ্তশতী' গ্রন্থটি কার লেখা ?
Ans : সাতবাহন রাজা হল
✥ 4. 'খাজাইন-উল-ফুতুহ' গ্রন্থটি কার লেখা ?
Ans : আমির খসরু
✥ 5. 'কনান-ই-মাশুদি' গ্রন্থটি কার লেখা ?
Ans : আলবিরুনি
✥ 6. 'কর্ণসুন্দরী' গ্রন্থটি কার লেখা ?
Ans : বিলহন
✥ 7. 'কামন্দকের নীতিসার' গ্রন্থটি কার লেখা ?
Ans : চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী মোখর
✥ 8. 'করণকুতুহল' গ্রন্থটি কার লেখা ?
Ans : আচার্য ভাস্কর
✥ 9. 'উত্তর রামচরিত' (সংস্কৃত) গ্রন্থটি কার লেখা ?
Ans : ভবাভূতি
✥ 10. 'আয়ুর্বেদ সর্বস্ব' গ্রন্থটি কার লেখা ?
Ans : রাজা ভোজ
11. ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয় ?
উত্তর : ১৯৪৯
12. বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কে রয়েছেন ?
উত্তর : হরিবংশ নারায়ণ সিং
13.পাইরোমিটার কিসে ব্যবহৃত হয় ?
উত্তর : উচ্চ উষ্ণতা পরিমাপ
14. কোন দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে ?
উত্তর : অস্ট্রেলিয়া
15. ওয়াটার পোলো তে প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে ?
উত্তর : ৭ জন
16. মেঘালয়ের রাজধানীর নাম কি ?
উত্তর : শিলং
17. মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি ?
উত্তর : সেরিব্রাম
18. কোনো ভোট ঘোষণা করার ক্ষমতা কার রয়েছে ?
উত্তর : নির্বাচন কমিশন
19. টেক সিটি কোন শহরকে বলা হয় ?
উত্তর : বেঙ্গালুরু
20. আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৮৭৫ সালে
21. টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ?
উত্তর : মুম্বাই
22. সার্ক অন্তর্ভুক্ত দেশ গুলি কোন বিশ্বের অন্তর্ভুক্ত ?
উত্তর : তৃতীয় বিশ্ব
23. আর্থার ওয়াকার ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : বিলিয়ার্ডস
24. নিখিল নন্দী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর : ফুটবল
25. হাইড্রা হলো একটি ___ প্রাণী যার রক্ত লাল বর্ণের ?
উত্তর : অমেরুদন্ডী
26. ওয়াংখেড়ে স্টেডিয়াম টি কোথায় অবস্থিত ?
উত্তর : মুম্বাই
27. ভারতে কোন সালে সবুজ বিপ্লব শুরু হয় ?
উত্তর : ১৯৬৬ সালে
28. GRPS এর পুরো কথা কি ?
উত্তর : জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস
29. কম্পিউটারে কোন কী প্রেস করলে ফাইল বন্ধ করা যায় ?
উত্তর : Ctrl + W
30. ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর : ফুটবল