দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 31/07/2023
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 31/07/2023 ******************** 🎯 1. ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (DFC) এর ডেপুটি CEO পদে ভারতীয়-আমেরিকান ফরেন পলিসি এক্সপার্ট নিশা বিশ্বাল কে নিযুক্ত করা হল 🎯 2. রতন টাটা মহারাষ্ট্র সরকারের প্রথম 'উদ্যোগ রত্ন' আওয়ার্ড পেতে চলেছে 🎯 3. Meri Mati Mera Desh' ক্যাম্পেইন লঞ্চ করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 🎯 4. প্রতিবছর 31 শে জুলাই বিশ্ব রেঞ্জার দিবস পালন করা হয়, এছাড়া গত 30 শে জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালন করা হল 🎯 5. সাধারণ সাক্ষরতা প্রমোট করতে কেন্দ্রীয় সরকার 'ULLAS' মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল 🎯 6. ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড (EPIL) এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদের দায়িত্ব নিতে চলেছেন BSNL এর শিবেন্দ্র নাথ 🎯 7. রাজস্থান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরিয়া গোল্ড লঞ্চ করলেন 🎯 8. FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে শ্যুটার ঐশ্বর্য প্রতাপ সিং তোমার গোল্ড মেডেল জিতলেন 🎯 9. শ্রীলঙ্কা অ্যাথলেটিক্স ন্যাশনাল চ্যাম্পিয়...