দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 27/07/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 27/07/2023

********************


➲ 1. HDFC ব্যাংকের সাথে মিলে Swiggy কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড লঞ্চ করল 

➲ 2. ভারতের মিউচুয়াল ফান্ড মার্কেট এ বিপ্লব আনতে জিও ফিনান্সিয়াল এবং BlackRock জয়েন্ট ভেঞ্চারের ঘোষণা করলো 

➲ 3. বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে দেবেন্দ্র কুমার উপাধ্যায়কে নিযুক্ত করা হল

➲ 4. State PSUs and Corporations এ Lending এর দিক থেকে কানাড়া ব্যাংক পাবলিক সেক্টর ব্যাংক গুলির মধ্যে শীর্ষস্থান অধিকার করল 

➲ 5. এবছরের 27 শে জুলাই CRPF 85 তম প্রতিষ্ঠা দিবস পালন করল

➲ 6. উত্তরপ্রদেশের লাখনৌ তে অবস্থিত জগজীবন RPF অ্যাকাডেমীতে নবনির্মিত জাতীয় শহীদ মেমোরিয়ালের উন্মোচন করা হলো 

➲ 7. 5 বছরের জন্য টাটা স্টিল TV Narendran কে ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে পুনরায় নিযুক্ত করলো

➲ 8. ভারতের প্রথম Cannabis মেডিসিন প্রজেক্টের সূচনা করতে চলেছে জম্মু

➲ 9. ছয়টি কো-প্যাসেঞ্জার স্যাটেলাইট সহ PSLV-C56 লঞ্চ করতে চলেছে ইসরো

➲ 10. প্রাক্তন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম ''As the wheel turns"