দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 12/07/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 12/07/2023


********************


🎯 1. তৃতীয় জি-20 CWC মিটিংয়ে লাম্বনি শিল্পকলা গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লো 

🎯 2. SBI কার্ডের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে অভিজিৎ চক্রবর্তীকে নিযুক্ত করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)

🎯 3. ওয়ার্ল্ড আর্চারি ইয়ুথ চ্যাম্পিয়নশিপ 2023 এ ভারত মোট 11 টি মেডেল (সোনা - 6 টি, সিলভার - 1 টি এবং ব্রোঞ্জ - 4 টি) জিতলো 

🎯 4. সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (CBDC) লেনদেনের জন্য UPI QR কোড আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 

🎯 5. ভারতের প্রথম PSU হিসেবে Anti-Bribery ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন পেলো ONGC 

🎯 6. UAE তে অনুষ্ঠিত 34 তম আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াড জিতলো ভারত 

🎯 7. ডলারের উপর নির্ভরতা কমাতে ভারত এবং বাংলাদেশ রূপীতে বাণিজ্যিক লেনদেন শুরু করলো 

🎯 8. ফ্রেঞ্চ মিলিটারি প্যারেডে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

🎯 9. আইসিসি প্লেয়ার অফ দি মান্থ অফ জুন আওয়ার্ড জিতলেন Wanindu Hasaranga (পুরুষ দল) এবং Ashleigh Gardner (মহিলা দল)

🎯 10. ভারত সরকার 'Nari Adalats' নামক নতুন একটি ইনিশিয়েটিভ লঞ্চ করতে চলেছে, এটি হলো গ্রাম্যস্তরে মহিলা বিশেষ কোর্ট