দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 30/06/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 30/06/2023 

***************

★ 1. ভারতীয় বংশোদ্ভূত স্যাটেলাইট ইন্ডাস্ট্রি এক্সপার্ট Aarti Holla-Maini কে UNOOSA এর ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো

★ 2. বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম কে ইউকে-ইন্ডিয়া আওয়ার্ড এ গ্লোবাল ইন্ডিয়ান আইকন ঘোষণা করা হলো 

★ 3. উত্তরপ্রদেশের 7 টি হাতের তৈরি পণ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেলো

★ 4. ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন্স '5G & Beyond Hackathon 2023’ ঘোষণা করলো

★ 5. কেন্দ্রীয় মন্ত্রী পারশোত্তম রূপালা 'Report Fish Disease' অ্যাপ লঞ্চ করলেন 

★ 6. দুই দেশের উন্নতির স্বার্থে ভারত এবং ইজরায়েল কৃষিক্ষেত্রে জোটবদ্ধ হতে চলেছে 

★ 7. CBI তে স্পেশ্যাল ডিরেক্টর পদে আইপিএস অফিসার অজয় ভাটনগর কে নিযুক্ত করা হলো 

★ 8. সম্প্রতি লাদাখে জনপ্রিয় হেমিস উৎসব শুরু হলো 

★ 9. ভারতে রিসার্চ ইকো-সিস্টেম কে শক্তিশালী করে তুলতে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বিল 2023 এর মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্র পরিষদ

★ 10. সামুদ্রিক নিরাপত্তা কে বাড়াতে নিজেদের ডিফেন্স পার্টনারশিপকে আপগ্রেড করতে চলেছে ভারত এবং ফিলিপিন্স