দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 04/07/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 04/07/2023

***************


☯ 1. বিশ্বের প্রথম দেশ হিসেবে প্লাস্টিক ব্যাগ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আনলো নিউজিল্যান্ড

☯ 2. নতুন ন্যাশনাল সাইবারসিকিউরিটি কো-অর্ডিনেটর পদে লিউটেন্যান্ট জেনারেল এম ইউ নায়ার কে নিযুক্ত করা হলো

☯ 3. কলকাতায় 132 তম ডুরান্ড কাপ ট্যুরনামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে 

☯ 4. ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA) এবং সাউথ এশিয়া রিজিওনাল অ্যান্টি-ডোপিং অর্গানাইজেশন (SARADO) নতুন দিল্লীতে চুক্তি স্বাক্ষর করলো 

☯ 5. চীনের Qu-Dongyu কে ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (FAO) এর প্রধান পদে পুনরায় নিযুক্ত করা হলো

☯ 6. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চিফ ফিনান্সিয়াল অফিসার পদে Kameshwar Rao Kodavanti কে নিযুক্ত করলো

☯ 7. কোল ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হতে চলেছেন পি এম প্রসাদ 

☯ 8. ভারতের প্রথম কার্বন মার্কেটের জন্য ড্রাফট ফ্রেমওয়ার্ক প্রকাশ করলো কেন্দ্রীয় সরকার

☯ 9. অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি 'Jagananna Amma Vodi' স্কীম লঞ্চ করলেন 

☯ 10. ব্রিটিশ শিশু লেখক Michael Rosen awarded কে PEN Pinter প্রাইজ 2023 এ সম্মানিত করা হলো