দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 15/07/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 15/07/2023


********************


▣ 1. বর্ষীয়ান মারাঠী অভিনেতা রবীন্দ্র মহাজানি 77 বছর বয়সে প্রয়াত হলেন 

▣ 2. কর্ণাটকের হাম্পিতে তৃতীয় শেরপা G20 মিটিং শুরু হলো

▣ 3. ভারতের ন্যাশনাল গ্রীন হাইড্রোজেন মিশনকে সাহায্য করতে €1 বিলিয়ন লোনের প্রস্তাব দিলো ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক 

▣ 4. তামিলনাড়ুর Authoor betel পাতা সম্প্রতি GI সার্টিফিকেট পেলো 

▣ 5. প্রথম মহিলা ব্যাংক প্রধান হিসেবে রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার দায়িত্ব নিতে চলেছেন Michele Bullock 

▣ 6. শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে চন্দ্রায়ন - 3 এর সফল উৎক্ষেপণ করলো ISRO

▣ 7. প্রতিবছর 15 ই জুলাই ওয়ার্ল্ড ইয়ুথ স্কিল দিবস পালন করা হয়, থিম - Skilling teachers, trainers and youth for a transformative future

▣ 8. ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার Grand Cross of the Legion of Honour পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

▣ 9. বাজরার ব্যবহারকে প্রমোট করার জন্য প্রতিরক্ষা মন্ত্রক এবং FSSAI চুক্তি স্বাক্ষর করলো 

▣ 10. কেরল হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি আলেকজান্ডার থমাস কে নিযুক্ত করা হলো