দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 13/07/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 13/07/2023


********************


❑ 1. কলম্বিয়াতে ওয়ার্ল্ড ইলেকশন বডির 11 তম এক্সিকিউটিভ বোর্ড অফ দি এসোসিয়েশন মিটিংয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অংশগ্রহণ করলো 

❑ 2. কমপ্রিহেনসিভরে রেঞ্জ অফ লাইফ ইন্সুরেন্স সলিউশনের জন্য Max Life Insurance এবং DCB ব্যাংক জোটবদ্ধ হলো 

❑ 3. তামিলনাড়ুতে রাজ্যের প্রথম এবং দেশের 36 তম ফ্লায়িং ট্রেনিং স্কুল গড়ে উঠলো 

❑ 4. উত্তরপ্রদেশ সরকার NTPC এর সাথে 800 মেগাওয়াটের দুটি তাপবিদ্যুৎ প্রকল্পের মান্যতা দিলো

❑ 5. তেলেঙ্গানার মুখ্য বিচারপতি Ujjal Bhuyan এবং কেরলের মুখ্য বিচারপতি Venkatanarayana Bhatti কে সুপ্রিমকোর্টের বিচারপতি পদে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি 

❑ 6. ভারতের প্রথম রিজিওনাল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিউজ সঞ্চালক 'Lisa' চালু হলো 

❑ 7. আইটিসি বোর্ড সঞ্জীব পুরী কে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করলো 

❑ 8. গত 12 ই জুলাই আন্তর্জাতিক মালালা দিবস পালন করা হলো, এবছরের থিম - 'I am Malala'

❑ 9. অভিষেক চৌধুরী নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'Vajpayee: The Ascent of the Hindu Right 1924-77'

❑ 10. 'SAGAR SAMPARK' নামক ডিফারেন্সিয়াল গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের উদ্বোধন করলেন কেন্দ্রীয় পোর্ট মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল