দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 02/07/2023 এবং 03/07/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 02/07/2023 এবং 03/07/2023

***************



03/07/23
★ 1. ইয়ুকি ভামরি তার প্রথম ATP ডাবলস টাইটেল জিতলেন 
★ 2. ভারতে ইলেকট্রনিক এক্সপোর্টে তামিলনাড়ু শীর্ষস্থান অধিকার করলো
★ 3. NCP নেতা অজিত পাওয়ার মহারাষ্ট্রের ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন 
★ 4. 9 মাসের জন্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO) এ ভারতের আম্বাসাডর হতে চলেছেন ব্রজেন্দ্র নভনিত
★ 5. প্রতিবছর 2 রা জুলাই World UFO Day পালিত হয় 
★ 6. তুষার মেহতা কে ভারতের সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া পদে পুনরায় নিযুক্ত করা হলো 
★ 7. অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স 2023 খেতাব জিতলেন ম্যাক্স ভার্সটাপপেন
★ 8. সবরমতী নদীতে 'Akshar River Cruise' এর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 
★ 9. প্লানিং, ডেভেলপমেন্ট এবং কনস্ট্রাকশনের জন্য ইন্ডিয়ান কোস্ট গার্ড, ইন্ডিয়ান নেভী, ইন্ডিয়ান পোর্ট রেল এন্ড রোপওয়ে কর্পোরেশনের সাথে চুক্তি স্বাক্ষর করলো 
★ 10. অস্কার বিজেতা অভিনেতা Alan Arkin সম্প্রতি প্রয়াত হলেন

02/07/2023
◉ 1. ভারতের বৃহত্তম natural arch ওড়িশায় আবিষ্কৃত হলো
◉ 2. তুর্কেমেনিস্তান সম্প্রতি একটি স্মার্ট শহর 'Arkadag এর উন্মোচন করলো 
◉ 3. রাজিন্দার সিং ধ্যাত কে পয়েন্টস অফ লাইট আওয়ার্ড 2023 এ সম্মানিত করা হলো 
◉ 4. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লীতে 17 তম ইন্ডিয়ান কো-অপারেটিভ কংগ্রেস এর উদ্বোধন করতে চলেছেন
◉ 5. মিনিস্ট্রি অফ কালচার এবং কানাড়া ব্যাংক চুক্তি স্বাক্ষর করলো  
◉ 6. ICICI Lombard এবং ICICI Prudential কম্বো-প্রোডাক্ট 'ishield' লঞ্চ করলো
◉ 7. ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বিল সূচনার মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ 
◉ 8. প্রিমিয়াম পেমেন্ট ফিচার আনার জন্য Tata AIA, Whatsapp এবং Pay U এর সাথে জোটবদ্ধ হলো 
◉ 9. রাধিকা স্বরূপের নতুন বই প্রকাশিত হতে চলেছে যার শিরোনাম 'The New New-Delhi Book Club' 
◉ 10. আসাম এবং ত্রিপুরার জন্য $ 391 মিলিয়ন লোনের মান্যতা দিলো বিশ্ব ব্যাংক