দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 22/07/2023 & 23/07/2023
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 22/07/2023 & 23/07/2023
********************
22/03/2023
■ 1. DPIT এবং গুজরাট সরকার 'ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট' প্রোগ্রাম লঞ্চ করলো
■ 2. ইন্ডিয়ান নেভী এবং নেভী ওয়েলফেয়ার এন্ড ওয়েলনেস এসোসিয়েশন 'G20 THINQ' এর দ্বিতীয় সংস্করণ লঞ্চ করলো
■ 3. সম্প্রতি রাজস্থান এসেম্বলি 'রাজস্থান মিনিমাম গ্যারান্টিড ইনকাম বিল 2023' পাশ করালো
■ 4. ভারতের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাকে শক্তিশালী করে তুলতে ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং বায়োসায়েন্স কোম্পান Absolute® চুক্তি স্বাক্ষর করলো
■ 5. 'স্টেট অফ গভারন্যান্স ইন্ডিয়া 2047' এর থিমের অধীনে সম্মানীয় SKOCH গোল্ড আওয়ার্ড পেলো জম্মু এন্ড কাশ্মীর রুরাল লাইভলিহুড মিশন (JKRLM)
■ 6. MeitY এবং মেটার সাথে XR স্টার্টআপ প্রোগ্রামে যোগদান করলো HCLTech
■ 7. কেন্দ্রীয় ফাইন্যান্স এন্ড কর্পোরেট আফফায়ার্স মন্ত্রী নির্মলা সিতারামন আগরতলা তে GST ভবনের উদ্বোধন করলেন
■ 8. টেস্ট ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে 600 টি উইকেট সংগ্রহ করলেন স্টুয়ার্ট ব্রড
■ 9. 21 টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে গ্রাউন্ড ওয়াটার এক্ট সফলভাবে চালু করলো মিনিস্ট্রি অফ জল শক্তি
■ 10. ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার ভিনসেন্ট রাজকুমার কে International Myeloma Foundation (IMF) এর বোর্ড অফ ডিরেক্টরস এর চেয়ারম্যান-ইলেক্ট পদে নিযুক্ত করা হলো
23/07/2023
✡ 1. রাজ্যসভাতে সিনেমাটোগ্রাফ সংশোধনী বিল 2023 আনা হলো
✡ 2. এক্সপেরিমেন্টাল বেসিসে ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD) হিট ইনডেক্স লঞ্চ করলো
✡ 3. ভারতের প্রথম প্রাইভেট হিল স্টেশন, লাভাসা 1.8k কোটি টাকায় বিক্রি করা হলো
✡ 4. প্রথম মহিলা হিসেবে ইউএস নেভীর নেতৃত্ব দিতে চলেছেন অ্যাডমিরাল Lisa Franchetti
✡ 5. পেনশন ফান্ড রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি Sovereign Green Bonds (SGBs) এ বিনিয়োগ করতে চলেছে
✡ 6. শাহরুখ খানকে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023 এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা হলো
✡ 7. হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের কাছ থেকে হালকা এবং মাঝারি উপযোগী হেলিকপ্টার কিনতে চলেছে আর্জেন্টিনা
✡ 8. ইন্ডিয়ান আর্মি এবং Ashok Leyland এর মধ্যে 800 কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি হলো
✡ 9. ওয়েস্ট জোন কে হারিয়ে দিলীপ ট্রফি 2023 জিতলো সাউথ জোন
✡ 10. হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু নতুন একটি লোন স্কীম 'Sashakt Mahila Rin Yojna' লঞ্চ করলো