দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 24/07/2023

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 24/07/2023

********************


■ 1. উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী ক্ষেত সুরক্ষা যোজনা চালু হতে চলেছে 

■ 2. কেরল হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি আশীষ জিতেন্দ্র দেশাই

■ 3. বেঙ্গালুরুতে মেজর আইটি ইউনিট স্থাপন করলো রাশিয়ার Sberbank 

■ 4. সম্প্রতি হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স 2023 খেতাব জিতলেন রেডবুল চালক ম্যাক্স ভার্সটাপ্পন

■ 5. ভারত ভিয়েতনামের হাতে ভারতীয় নৌ-জাহাজ Kirpan তুলে দিল 

■ 6. NOIDA এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব নিলেন লোকেশ এম 

■ 7. ওড়িশা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক মিশন শক্তি স্কুটার যোজনার মান্যতা দিলো 

■ 8. প্রাক্তন অস্ট্রেলিয়ান উইকেটকিপার Brian Taber 83 বছর বয়সে প্রয়াত হলেন 

■ 9. হায়দ্রাবাদের তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি আলোক আরাধে

■ 10. প্রতিবছর 24 শে জুলাই ইনকাম ট্যাক্স দিবস বা আয়কর দিবস পালন করা হয়