দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 19/07/2023
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 19/07/2023
********************
◆ 1. সম্প্রতি অরুণাচল প্রদেশে Chachin Grazing উৎসব পালিত হলো
◆ 2. গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট 2023 এর Curtain Raiser ইভেন্ট লঞ্চ করলেন পোর্টস, শিপিং এবং ওয়াটারওয়েজ মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল
◆ 3. নতুন দিল্লীতে CRCS - সাহারা রিফান্ড পোর্টালের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
◆ 4. 2024 অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6.8% থেকে কমিয়ে 6.4% নির্ধারণ করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)
◆ 5. আবুধাবির Adnoc এবং ফ্রান্সের TotalEnergies এর সাথে LNG চুক্তি করলো ইন্ডিয়ান অয়েল
◆ 6. ভারতে টেকনোলজি অ্যাসেসমেন্ট এবং ড্রাইভ ইনোভেশনে আমূল পরিবর্তন আনতে TCRM Matrix Framework এর উন্মোচন করলো নীতি আয়োগ
◆ 7. 25 তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023 এ ভারতীয় দল 27 টি মেডেল (গোল্ড - 6, সিলভার - 12 এবং ব্রোঞ্জ - 9) জিতলো
◆ 8. SBI ক্যাপিটাল মার্কেটস লিমিটেড (SBICAPS) এর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন Rajay Kumar Sinha
◆ 9. হেনলি পাসপোর্ট ইনডেক্স 2023 এ সিঙ্গাপুর পাসপোর্ট শীর্ষস্থান অধিকার করলো, ভারত এই তালিকায় 80 তম স্থান অধিকার করলো
◆ 10. নোকিয়া এবং টেলিকম সেক্টর স্কিল কাউন্সিল (TSSC) গুজরাটে 5G স্কিল ডেভেলপমেন্ট সেন্টার লঞ্চ করলো