গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 310
গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 310 ************** ********** ১। কোন বিজ্ঞানী বসন্ত রােগের প্রতিষেধক টিকা আবিষ্কার করেন ? উত্তর- এডওয়ার্ড জেনার । ২। গমের রাষ্ট্র রােগ ঘটায় কোন ছত্রাক ? উত্তর- পাকসিনিয়া গ্র্যামিনিজ । ৩। পৃথিবীর সবথেকে বড় প্রাণীকোশের নাম কী ? উত্তর- উটপাখির ডিম । ৪। রবার্ট ব্রাউন, কোশের কোন অংশ আবিষ্কার করেন ? উত্তর- নিউক্লিয়াস । ৫। অ্যামাইনাে অ্যাসিডের মিশ্রণকে উত্তপ্ত করলে বিভিন্ন প্রকার প্রােটিন তৈরি হয়, এদেরকে কী বলে ? উত্তর- প্রােটিনয়েড । ৬। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত অথবা কোনাে সুনির্দিষ্ট জনুর পপুলেশনে প্রাপ্ত সামগ্রিক জিনসমূহকে কী বলে ? উত্তর- জিন পুল । ৭৷ ‘ দ্রুতি ’ কী রাশি -? উত্তর- স্কেলার রাশি । ৮। বিভব পার্থক্যের ব্যবহারিক একক কী ? উত্তর- ভােল্ট । ৯। তরঙ্গ কয় প্রকার ও কী কী ? উত্তর- প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ ও তির্যক তরঙ্গ । ১০। ' বালো চক্র ' কী নিয়মে কাজ করে ? উত্তর- বামহন্ত নিয়ম । ১১। দুধের বিশুদ্ধতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ? উত্তর- ল্যাকটোমিটার । ১২। গ্যাসের চাপ নির্ণয় করার য...