Posts

Showing posts from November, 2021

গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 310

    গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 310   ************** ********** ১। কোন বিজ্ঞানী বসন্ত রােগের প্রতিষেধক টিকা আবিষ্কার করেন ? উত্তর- এডওয়ার্ড জেনার ।  ২। গমের রাষ্ট্র রােগ ঘটায় কোন ছত্রাক ? উত্তর- পাকসিনিয়া গ্র্যামিনিজ ।  ৩। পৃথিবীর সবথেকে বড় প্রাণীকোশের নাম কী ? উত্তর- উটপাখির ডিম ।  ৪। রবার্ট ব্রাউন, কোশের কোন অংশ আবিষ্কার করেন ? উত্তর- নিউক্লিয়াস ।  ৫। অ্যামাইনাে অ্যাসিডের মিশ্রণকে উত্তপ্ত করলে বিভিন্ন প্রকার প্রােটিন তৈরি হয়, এদেরকে কী বলে ? উত্তর- প্রােটিনয়েড ।  ৬। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত অথবা কোনাে সুনির্দিষ্ট জনুর পপুলেশনে প্রাপ্ত সামগ্রিক জিনসমূহকে কী বলে ? উত্তর- জিন পুল । ৭৷ ‘ দ্রুতি ’ কী রাশি -? উত্তর- স্কেলার রাশি ।  ৮। বিভব পার্থক্যের ব্যবহারিক একক কী ? উত্তর- ভােল্ট ।  ৯। তরঙ্গ কয় প্রকার ও কী কী ? উত্তর- প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ ও তির্যক তরঙ্গ । ১০। ' বালো চক্র ' কী নিয়মে কাজ করে ? উত্তর- বামহন্ত নিয়ম । ১১। দুধের বিশুদ্ধতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ? উত্তর- ল্যাকটোমিটার । ১২। গ্যাসের চাপ নির্ণয় করার যন্ত্রের নাম কী ? উত্তর- ম্যানােমিটার । ১৩। সাে

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 30/11/2021

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 30 /11/2021

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 302

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 302

গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 309

   গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 309   ************** ********** 1. উদ্দীপকের উপস্থিতিতে চলন ঘটে এমন উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর: লাউ, কুমড়ো গাছ। 2. উদ্ভিদের বিটপ আলোর দিকে এগিয়ে যাওয়া এটি কোন ধরনের চলন ? উত্তর: ফটোট্রপিক চলন। 3. লজ্জাবতী লতা স্পর্শ করলে পাতার পত্রকগুলি সঙ্গে সঙ্গে মুড়ে যায়, এটি কোন ধরনের চলন ? উত্তর: সিসমোন্যাস্টিক চলন। 4. উদ্দীপকের অণুপস্থিতিতে চলন ঘটে এমন উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর: পদ্মফুলের পাঁপড়ির চলন। 5. উদ্দীপকের উপস্থিতিতে গমন ঘটে এমন উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর: হাইড্রার কর্শিকা। 6. উদ্দীপকের অণুপস্থিতিতে গমন ঘটে এমন উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর: ক্ল্যামাইডোনাস শৈবাল। 7. ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটি কোন ধরনের চলন ? উত্তর: কেমোট্যাক্টিক চলন। 8. সূর্যশিশির পাতার রোম পতঙ্গের দিকে ধ্রাবিত হয়, এটি কোন ধরনের চলন ? উত্তর: কেমোন্যাস্টিক চলন। 9. টিউলিপ ফুল বেশী উষ্মতায় ফোটে, এটি কোন ধরনের চলন ? উত্তর: থার্মোন্যাস্টিক চলন। 10. আকাশমণি বা তেঁতুলের পাতায় এটি কোন ধরনের চলন লক্ষ্য করা যায় ? উত্তর: নিকটিন্যাস্টিক চলন। 11. নুটেশ

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 29/11/2021

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 29 /11/2021

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 301

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 301

গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 308

    গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 308   ************** ********** ◓ 1. ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?  Ans :  ভারতরত্ন ◓ 2. বাংলাদেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?  Ans :  অনন্যপুরুষ  ◓ 3. পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?  Ans :  নিশান-ই-পাকিস্তান  ◓ 4. নেপালের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?  Ans :  নেপালরত্ন মান পদবী ◓ 5. সংযুক্ত আরব আমিরশাহীর সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?  Ans :  অর্ডার অফ জায়েদ   ◓ 6. ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?  Ans :  লিজিয়ন অব অনার ◓ 7. জাপানের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?  Ans :  অর্ডার অব দ্য রাইজিং সান ◓ 8. অস্ট্রেলিয়ার সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?  Ans :  অর্ডার অব অস্ট্রেলিয়া ◓ 9. সৌদি আরবের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?  Ans :  কিং আব্দুল আজিজ পুরস্কার  ◓ 10. ভিয়েতনামের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?  Ans :  দ্য অর্ডার অব দ্য গোল্ডেন স্টার ➲ 11. 'Daughter of the East' - নামক বইটি লিখেছেন ?  Ans :  বেনজির ভুট্টো   ➲ 12. 'The light that failed' - নামক বইটি লিখেছেন ?  Ans :  রুডিয়ার্ড কিপলিং ➲

পুলিশ সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল মেন্স রিজনিং মকটেস্ট

      পুলিশ সাব-ইন্সপেক্টর  এবং কনস্টেবল মেন্স রিজনিং মকটেস্ট

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 28/11/2021

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 28 /11/2021

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 300

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 300

গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 307

   গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 307   ************** ********** ❐ 1. সালোকসংশ্লেষের প্রধান স্থান কোনটি ?  Ans :  পাতার মেসোফিল কলা  ❐ 2. সালোকসংশ্লেষের একক কোনটি ?  Ans :  কোয়ান্টাজোম বা ক্লোরোফিল অনু   ❐ 3. সালোকসংশ্লেষের অঙ্গ কোনটি ?  Ans :  পাতা   ❐ 4. সালোকসংশ্লেষেকারী অঙ্গানু কোনটি ?  Ans :  ক্লোরোপ্লাস্ট ❐ 5. সালোকসংশ্লেষকারী প্রাণী হলো ?  Ans :  ক্রাইসামিবা ও ইউগ্লিনা   ❐ 6. সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়া কোথায় ঘটে ?  Ans :  ক্লোরোপ্লাস্টের গ্রানা   ❐ 7. সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে ?  Ans :  ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা   ❐ 8. সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয় কোথায় ?  Ans :  ক্লোরেল্লা সামুদ্রিক শৈবালে ❐ 9. সূর্যালোকের কোন তরঙ্গ দৈর্ঘ্য সালোক সংশ্লেষ সম্পন্ন হয় ?  Ans :  400 - 700 nm ❐ 10. কোন বর্ণের আলোয় সালোকসংশ্লেষ সবথেকে বেশিমাত্রায় কার্যকরী হয় ?  Ans :  লাল ও নীল ✪ 11. উল্লেখযোগ্য নিদর্শন আনন্দ ভবন কোথায় অবস্থিত ?  Ans :  এলাহাবাদ   ✪ 12.  উল্লেখযোগ্য নিদর্শন ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত ?  Ans :  কোনারক, ওড়িশা ✪ 13. উল্লেখযোগ্য নিদর্শন বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত

পুলিশ সাব-ইন্সপেক্টর প্রিলি পরীক্ষার জন্য 100 নম্বরের ফ্রি মকটেস্ট

       পুলিশ সাব-ইন্সপেক্টর প্রিলি পরীক্ষার জন্য 100 নম্বরের ফ্রি মকটেস্ট 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 27/11/2021

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 27 /11/2021

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 299

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 299

গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 306

   গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 306   ************** ********** ➢ 1. মহাবীরের দীক্ষাগুরু কে ছিলেন ?  Ans :  মাংখলিপুত্র গোসাল  ➢ 2. সম্রাট অশোকের দীক্ষাগুরু কে ছিলেন ?  Ans :  উপগুপ্ত  ➢ 3. শ্রীচৈতন্যের দীক্ষাগুরু কে ছিলেন ?  Ans :  ঈশ্বরপুরি/কেশব ভারত  ➢ 4. টরিসেলির শিক্ষাগুরু কে ছিলেন ?  Ans :  গ্যালিলিও  ➢ 5. প্লেটোর শিক্ষাগুরু কে ছিলেন ?  Ans :  সক্রেটিস  ➢ 6. গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন ?  Ans :  গোপালকৃষ্ণ গোখলে  ➢ 7. ক্ষুদিরাম বোসের রাজনৈতিক গুরু কে ছিলেন ?  Ans :  সত্যেন বোস  ➢ 8. প্রীতিলতা ওয়াদ্দেদার এর রাজনৈতিক গুরু কে ছিলেন ?  Ans :  সূর্য সেন  ➢ 9. মীরা বেন এর রাজনৈতিক গুরু কে ছিলেন ?  Ans :  মহাত্মা গান্ধী  ➢ 10. বি আর আম্বেদকরের রাজনৈতিক গুরু কে ছিলেন ?  Ans :  জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে ❖ 11. আনন্দবাজার পত্রিকার স্লোগান কি ?  Ans :  পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয় / বাংলার, বাঙালির । পাঠকই প্রথম ❖ 12. আজকাল পত্রিকার স্লোগান কি ?  Ans :  আলাদা কিছু বলে   ❖ 13. উত্তরবঙ্গ সংবাদ পত্রিকার স্লোগান কি ?  Ans :  উত্তরবঙ্গের আত্মার আত্মীয়   ❖ 14. এবেলা পত্রিকার স্লোগান কি ? 

পুলিশ সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল মেন্স ইংলিশ মকটেস্ট

     পুলিশ সাব-ইন্সপেক্টর  এবং কনস্টেবল মেন্স ইংলিশ মকটেস্ট

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 26/11/2021

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 26 /11/2021

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 298

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 298

গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 305

   গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 305   ************** ********** ⦿ 1. ঝুমুর লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?  Ans :  হরিয়ানা ⦿ 2. ছৌকরি লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?  Ans :  রাজস্থান   ⦿ 3. পানথি লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?  Ans :  ছত্তিশগড় ⦿ 4. পানওয়ারিয়া লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?  Ans :  ঝাড়খন্ড   ⦿ 5. ওজাপালি লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?  Ans :  অসম   ⦿ 6. পান্ডবানী লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?  Ans :  মধ্যপ্রদেশ   ⦿ 7. পাটকু লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?  Ans :  অরুণাচল প্রদেশ  ⦿ 8. চির লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?  Ans :  মিজোরাম   ⦿ 9. মহারাস লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?  Ans :  মণিপুর ⦿ 10. কুনিথা লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ?  Ans :  কর্ণাটক ➥ 11. প্রথম কোন অভিনেতা/অভিনেত্রী দাদাসাহেব ফালকে পুরস্কার পান ?  Ans :  দেবিকা রানী চৌধুরী (1969) ➥ 12. দ্বিতীয় কোন অভিনেতা/অভিনেত্রী দাদাসাহেব ফালকে পুরস্কার পান ?  Ans :  বীরেন্দ্রনাথ সরকার (1970) ➥ 13. তৃতীয় কোন অভিনেতা/অভিনেত্রী দাদাসাহেব ফালকে পুরস্কার পান ?  Ans :  পৃথ্বীরাজ কাপুর (1971) ➥ 14. চতুর্থ কোন অভিনেতা/অ

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 25/11/2021

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 25 /11/2021

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 297

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 297

গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 304

   গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 304   ************** ********** ❐ 1. হোমিপ্যাথির জনক কাকে বলা হয় ?  Ans :  হ্যানিম্যান ❐ 2. পোলিও টিকার জনক কাকে বলা হয় ?  Ans :  জোনাস সল্ক  ❐ 3. ইন্ডিয়ান প্যালিও বোটানির জনক কাকে বলা হয় ?  Ans :  বীরবল সাহানি   ❐ 4. কেমোথেরাপির জনক কাকে বলা হয় ?  Ans :  পল ইহারলিচ   ❐ 5. রক্ত চলাচল বা সংবহনের জনক কাকে বলা হয় ?  Ans :  উইলিয়াম হার্ভে  ❐ 6. রেডিয়েশন জেনেটিকের জনক কাকে বলা হয় ?  Ans :  এইচজে মুলার   ❐ 7. বার্ধক্যবিদ্যার জনক কাকে বলা হয় ?  Ans :  কোরেনচিভিক্স   ❐ 8. ডিএনএ ফিঙ্গার প্রিন্টের জনক কাকে বলা হয় ?  Ans :  গ্যারড   ❐ 9. স্ট্রেস ফিজিওলজির জনক কাকে বলা হয় ?  Ans :  হ্যানস সেলয়ি   ❐ 10. প্যাথলজির জনক কাকে বলা হয় ?  Ans :  রুডল্ফ ভিরচাউ 🎯 11. সংবিধানের কোন ধারার ফলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে ?  Ans :  356 ধারা 🎯 12. ভারত সরকার প্রথম কবে পরিবার কল্পনার কথা ঘোষণা করেন ?  Ans :  1952 সালে  🎯 13. পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করে কোন সংস্থা ?  Ans :  জাতীয় উন্নয়ন পরিষদ   🎯 14. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপত

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 24/11/2021

  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 24 /11/2021

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 303

   পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 303   ************** ********** প্রশ্ন: বাস্তুবিদ্যা বা ইকোলজি কাকে বলে? উঃ ইকোলজি শব্দটি গ্রীক শব্দ ‘Oikos’ থেকে এসেছে যার অর্থ বাসস্থান, ‘Logos’ শব্দটির অর্থ জ্ঞান। অর্থাৎ জীবের বাসস্থান সম্পর্কে বিশেষ বিদ্যাকেই বাস্তুবিদ্যা বলে। প্রশ্ন: পপুলেশন বা জীবসংখ্যা কাকে বলে? উঃ একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একটি নির্দিষ্ট প্রজাতির জীবগোষ্ঠীকে পপুলেশান বলে। প্রশ্ন: জীবমণ্ডল কাকে বলে? উঃ প্রকৃতির সমস্ত অঞ্চল যথা – বায়ুমণ্ডল, বারিমণ্ডল, অশ্মমণ্ডল যেখানে জীবের অস্তিত্ব দেখা যায় সেই সমস্ত অঞ্চলকে একত্রে জীবমণ্ডল বলে। প্রশ্ন: প্ল্যাঙ্কটন কাকে বলে? উঃ জলের উপর বসবাসকারী ভাসমান আনুবীক্ষণিক জীবকে প্ল্যাঙ্কটন বলে। এই জীব যদি প্রাণী হয় তবে তাকে প্রাণী প্ল্যাঙ্কটন (zoo plancton) বলে এবং যদি উদ্ভিদ হয় তবে তাকে উদ্ভিদ প্ল্যাঙ্কটন (phytoplankton) বলে। প্রশ্ন: স্বভোজী জীব কাকে বলে? উঃ যে সকল জীব প্রকৃতি থেকে বিভিন্ন প্রকার খনিজ দ্রব্য ও জল আহরণ করে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে খাদ্য প্

পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 296

    পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর মকটেস্ট - 296

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 23/11/2021

   দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর  পরীক্ষার জন্য তারিখ - 23 /11/2021

গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 301 & 302

   গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 301 & 302   ************** ********** 1. বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত ? ( a ) 77.17 ভাগ ( b ) 20.60 ভাগ ( c ) 0.03 ভাগ  ( d ) 0.80 ভাগ উত্তর - ( b ) 20.60 ভাগ 2. কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয় ? ( a ) Vit B  ( b ) Vit D  ( c ) Vit P  ( d ) Vit C  উত্তর - ( b ) Vit D  3. ক্লোরােফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায় ? ( a ) Fe  ( b ) Cu  ( c ) Mg  ( d ) Mn উত্তর - ( c ) Mg  4. বর্ণালীর কোন রং - এ সালােকসংশ্লেষ সবচেয়ে ভালাে হয় ? ( a ) লাল ও নীল  ( b ) নীল ও বেগুনী  ( c ) হলুদ ও নীল  ( d ) লাল ও হলুদ উত্তর - ( a ) লাল ও নীল  5. কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্ভি হয় ? ( a ) ভিটামিন A  ( b ) ভিটামিন D  ( c ) ভিটামিন E  ( d ) ভিটামিন C উত্তর - ( d ) ভিটামিন C 6. সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় ?  ( a ) A  ( b ) O  ( c ) B  ( d ) AB  উত্তর - ( b ) O  7. লজ্জাবতী পাতার চলন কি প্রকারের চলন ?  ( a ) নিকটিন্যাস্টি  ( b ) হাইপােন্যাস্টি  ( c ) সিসমেন্যাস্টি  ( d ) কেমােন্যাস্টি উত্তর - ( c ) সিসমেন্যাস্টি  8. দুধে কোন খাদ্য উপাদানে