দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 23/11/2021

  




দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 23/11/2021

******************


☯ 1. বেস্ট মেরিন অ্যাওয়ার্ড এর সম্মান পেলো অন্ধ্র প্রদেশ রাজ্য সরকার 

☯ 2. চেন্নাই তে 26 – 27 নভেম্বর ফ্লাগশিপ ইভেন্ট ‘Connect 2021’ এর 20 তম সংস্করণের আয়োজন করতে চলেছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, এই ইভেন্টের থিম – Building a Sustainable Deep T’ech’N’ology Ecosystem

☯ 3. এল সালভাদর এ বিশ্বের প্রথম ‘বিটকয়েন শহর’ গড়ে উঠতে চলেছে 

☯ 4. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশিত Ecowrap রিপোর্ট অনুযায়ী 2022 অর্থবর্ষে ভারতের জিডিপি 9.3% - 9.6% নির্ধারণ করা হলো 

☯ 5. 2021 ইন্দোনেশিয়া মাস্টার্স টুর্নামেন্টের পুরুষ বিভাগে জিতলেন জাপানেরে Kento Momota, মহিলা বিভাগে এই খেতাব জিতলেন দক্ষিন কোরিয়ার An Seyoung 

☯ 6. প্রখ্যাত লেখক অনিতা দেশাই কে টাটা লিটারেচার লাইভ ! লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত করা হলো 

☯ 7. মুম্বাইয়ের নাভাল ডকইয়ার্ড এ আইএনএস বিশাখাপত্তনম কে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হলো 

☯ 8. সম্প্রতি ওড়িশা তে ‘Boita Bandana’ উত্সব পালিত হলো 

☯ 9. গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান কে বীর চক্র সম্মানে সম্মানিত করা হলো, কীর্তি চক্র সম্মান দেওয়া হলো শহীদ Sapper Prakash Jadhav কে, এছাড়া শৌর্য চক্র সম্মান পেলেন মেজর বিভূতি সংকর ধৌন্দিয়াল ( মরনোত্তর ), নায়েব সুবেদার সম্বির ( মরনোত্তর ), এবং মেজর মহেশকুমার ভুরে 

☯ 10. ISRO এর পাঁচ দিন ব্যাপী টেকনোলজি কনক্লেভ 2021 এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং