গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 309

 

 গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 309

 

************************




1. উদ্দীপকের উপস্থিতিতে চলন ঘটে এমন উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তর: লাউ, কুমড়ো গাছ।

2. উদ্ভিদের বিটপ আলোর দিকে এগিয়ে যাওয়া এটি কোন ধরনের চলন ?

উত্তর: ফটোট্রপিক চলন।

3. লজ্জাবতী লতা স্পর্শ করলে পাতার পত্রকগুলি সঙ্গে সঙ্গে মুড়ে যায়, এটি কোন ধরনের চলন ?

উত্তর: সিসমোন্যাস্টিক চলন।

4. উদ্দীপকের অণুপস্থিতিতে চলন ঘটে এমন উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তর: পদ্মফুলের পাঁপড়ির চলন।

5. উদ্দীপকের উপস্থিতিতে গমন ঘটে এমন উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তর: হাইড্রার কর্শিকা।

6. উদ্দীপকের অণুপস্থিতিতে গমন ঘটে এমন উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তর: ক্ল্যামাইডোনাস শৈবাল।

7. ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটি কোন ধরনের চলন ?

উত্তর: কেমোট্যাক্টিক চলন।

8. সূর্যশিশির পাতার রোম পতঙ্গের দিকে ধ্রাবিত হয়, এটি কোন ধরনের চলন ?

উত্তর: কেমোন্যাস্টিক চলন।

9. টিউলিপ ফুল বেশী উষ্মতায় ফোটে, এটি কোন ধরনের চলন ?

উত্তর: থার্মোন্যাস্টিক চলন।

10. আকাশমণি বা তেঁতুলের পাতায় এটি কোন ধরনের চলন লক্ষ্য করা যায় ?

উত্তর: নিকটিন্যাস্টিক চলন।

11. নুটেশন কী ?

উত্তর: নুটেশন বলতে কান্ডের অগ্রভাগের বৃদ্ধিকে বোঝায়।

12. গমনে অক্ষম কয়েকটি প্রাণী নাম কী ?

উত্তর: স্পঞ্জ, সাগরকুসুম, প্রবাল।

13. গমনের সক্ষম কয়েকটি উদ্ভিদ নাম কী ?

উত্তর: ক্ল্যামাইডোমোনস, ভলভক্স।

14. সামুদ্রিক কচ্ছপএর গমন অঙ্গ নাম কী ?

উত্তর: ফ্লিপার।

15. অ্যামিবা কখন ক্ষণপদ সৃষ্টি করে ?

উত্তর: গমন ও খাদ্যগ্রহণের সময়।

16. উদ্ভিদের মূলের অগ্রভাগে অভিকর্ষের দিকে যায়, এটি কোন ধরনের চলন ?

উত্তর: জিওট্রপিক চলন।

17. সূর্যমুখীর ফুল আলোর দিকে ফোটে, এটি কোন ধরনের চলন ?

উত্তর: ফোটোন্যাস্টিক চলন।

18। লােকসভার জিরাে আওয়ারের মেয়াদকাল কতদিনের ?

উত্তর-  অনির্দিষ্ট ।

19। রাষ্ট্রপতির বক্তৃতা কে তৈরি করেন ?

উত্তর- প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট ।

20। লােক আদালতের জনক কে ?

উত্তর- সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পি.এন.ভগবতী ।