গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 308
গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 308
************************
◓ 1. ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : ভারতরত্ন
◓ 2. বাংলাদেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : অনন্যপুরুষ
◓ 3. পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : নিশান-ই-পাকিস্তান
◓ 4. নেপালের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : নেপালরত্ন মান পদবী
◓ 5. সংযুক্ত আরব আমিরশাহীর সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : অর্ডার অফ জায়েদ
◓ 6. ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : লিজিয়ন অব অনার
◓ 7. জাপানের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : অর্ডার অব দ্য রাইজিং সান
◓ 8. অস্ট্রেলিয়ার সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : অর্ডার অব অস্ট্রেলিয়া
◓ 9. সৌদি আরবের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : কিং আব্দুল আজিজ পুরস্কার
◓ 10. ভিয়েতনামের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ?
Ans : দ্য অর্ডার অব দ্য গোল্ডেন স্টার
➲ 11. 'Daughter of the East' - নামক বইটি লিখেছেন ?
Ans : বেনজির ভুট্টো
➲ 12. 'The light that failed' - নামক বইটি লিখেছেন ?
Ans : রুডিয়ার্ড কিপলিং
➲ 13. 'La devine comedia' - নামক বইটি লিখেছেন ?
Ans : দান্তে
➲ 14. 'Years of Pilgrims' - নামক বইটি লিখেছেন ?
Ans : ড: রাজা রামান্না
➲ 15. 'The grapes and the wind' - নামক বইটি লিখেছেন ?
Ans : পাবলো নেরুদা
➲ 16. 'Being Indian' - নামক বইটি লিখেছেন ?
Ans : পবন ভার্মা
➲ 17. 'Mononwalk' - নামক বইটি লিখেছেন ?
Ans : মাইকেল জ্যাকসন
➲ 18. 'The Future of India' - নামক বইটি লিখেছেন ?
Ans : বিমল জালান
➲ 19. 'Satyajit Ray : The inner eye' - নামক বইটি লিখেছেন ?
Ans : অ্যান্ড্রু রবিনসন
➲ 20. 'Golden Thresold' - নামক বইটি লিখেছেন ?
Ans : সরোজিনী নাইডু