গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 304

 






 গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 304

 

************************



❐ 1. হোমিপ্যাথির জনক কাকে বলা হয় ? 

Ans : হ্যানিম্যান

❐ 2. পোলিও টিকার জনক কাকে বলা হয় ? 
Ans : জোনাস সল্ক 

❐ 3. ইন্ডিয়ান প্যালিও বোটানির জনক কাকে বলা হয় ? 
Ans : বীরবল সাহানি 

❐ 4. কেমোথেরাপির জনক কাকে বলা হয় ? 
Ans : পল ইহারলিচ 

❐ 5. রক্ত চলাচল বা সংবহনের জনক কাকে বলা হয় ? 
Ans : উইলিয়াম হার্ভে 

❐ 6. রেডিয়েশন জেনেটিকের জনক কাকে বলা হয় ? 
Ans : এইচজে মুলার 

❐ 7. বার্ধক্যবিদ্যার জনক কাকে বলা হয় ? 
Ans : কোরেনচিভিক্স 

❐ 8. ডিএনএ ফিঙ্গার প্রিন্টের জনক কাকে বলা হয় ? 
Ans : গ্যারড 

❐ 9. স্ট্রেস ফিজিওলজির জনক কাকে বলা হয় ? 
Ans : হ্যানস সেলয়ি 

❐ 10. প্যাথলজির জনক কাকে বলা হয় ? 
Ans : রুডল্ফ ভিরচাউ

🎯 11. সংবিধানের কোন ধারার ফলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে ? 
Ans : 356 ধারা

🎯 12. ভারত সরকার প্রথম কবে পরিবার কল্পনার কথা ঘোষণা করেন ? 
Ans : 1952 সালে 

🎯 13. পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করে কোন সংস্থা ? 
Ans : জাতীয় উন্নয়ন পরিষদ 

🎯 14. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি ইমপীচমেন্ট করা যেতে পারে ? 
Ans : 61 নং 

🎯 15. ব্যালট প্রথম কোন দেশে ব্যবহৃত হয় ? 
Ans : অস্ট্রেলিয়া 

🎯 16. সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন ? 
Ans : স্পিকার 

🎯 17. ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন ? 
Ans : সি ডি দেশমুখ 

🎯 18. লোকসভা প্রথম কত সালে গঠিত হয় ? 
Ans : 1952 সালে 

🎯 19. ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন অনুসরণ করে তৈরি হয় ? 
Ans : হ্যারোড ডোমার মডেল

🎯 20. ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতিরাজ ব্যবস্থা গড়ে ওঠে ? 
Ans : রাজস্থান