গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 310

  

 গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 310

 

************************




১। কোন বিজ্ঞানী বসন্ত রােগের প্রতিষেধক টিকা আবিষ্কার করেন ?

উত্তর- এডওয়ার্ড জেনার । 

২। গমের রাষ্ট্র রােগ ঘটায় কোন ছত্রাক ?

উত্তর- পাকসিনিয়া গ্র্যামিনিজ । 

৩। পৃথিবীর সবথেকে বড় প্রাণীকোশের নাম কী ?

উত্তর- উটপাখির ডিম । 

৪। রবার্ট ব্রাউন, কোশের কোন অংশ আবিষ্কার করেন ?

উত্তর- নিউক্লিয়াস । 

৫। অ্যামাইনাে অ্যাসিডের মিশ্রণকে উত্তপ্ত করলে বিভিন্ন প্রকার প্রােটিন তৈরি হয়, এদেরকে কী বলে ?

উত্তর- প্রােটিনয়েড । 

৬। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত অথবা কোনাে সুনির্দিষ্ট জনুর পপুলেশনে প্রাপ্ত সামগ্রিক জিনসমূহকে কী বলে ?

উত্তর- জিন পুল ।

৭৷ ‘ দ্রুতি ’ কী রাশি -?

উত্তর- স্কেলার রাশি । 

৮। বিভব পার্থক্যের ব্যবহারিক একক কী ?

উত্তর- ভােল্ট । 

৯। তরঙ্গ কয় প্রকার ও কী কী ?

উত্তর- প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ ও তির্যক তরঙ্গ ।

১০। ' বালো চক্র ' কী নিয়মে কাজ করে ?

উত্তর- বামহন্ত নিয়ম ।

১১। দুধের বিশুদ্ধতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?

উত্তর- ল্যাকটোমিটার ।

১২। গ্যাসের চাপ নির্ণয় করার যন্ত্রের নাম কী ?

উত্তর- ম্যানােমিটার ।

১৩। সােডা ওয়াটারে কোন গ্যাস ব্যবহৃত হয় ?

উত্তর- কার্বন-ডাই-অক্সাইড ।

১৪। অ্যামােনিয়াম সালফেটের অণুতে ক’টি পরমাণু আছে ?

উত্তর- ১৫ টি ।

১৫৷ ' হাইপো ' কী ?

উত্তর- সােডিয়াম থায়ােসালফেট ।

১৬। প্ল্যাটিনাম, হাইড্রোজেনকে শুষে নিলে তাকে কী বলে ?

উত্তর- অন্তভৃতি ।

১৭। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ?

উত্তর- লালা হরদয়াল (মার্কিন যুক্তরাষ্ট্রে) ।

১৮। ' খানুয়ার যুদ্ধ ' কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর- বাবর ও রাণা সংগ্রাম সিংহ (১৫২৭ খ্রিস্টাব্দে) ।

১৯। আলবিরুশী কখন ভারতে আসেন ?

উত্তর- সুলতান মামুদের ভারত আক্রমণকালে ।

২০। গুপ্তযুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন ?

উত্তর- ধন্বন্তরী ।