গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 306
গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 306
************************
➢ 1. মহাবীরের দীক্ষাগুরু কে ছিলেন ?
Ans : মাংখলিপুত্র গোসাল
➢ 2. সম্রাট অশোকের দীক্ষাগুরু কে ছিলেন ?
Ans : উপগুপ্ত
➢ 3. শ্রীচৈতন্যের দীক্ষাগুরু কে ছিলেন ?
Ans : ঈশ্বরপুরি/কেশব ভারত
➢ 4. টরিসেলির শিক্ষাগুরু কে ছিলেন ?
Ans : গ্যালিলিও
➢ 5. প্লেটোর শিক্ষাগুরু কে ছিলেন ?
Ans : সক্রেটিস
➢ 6. গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন ?
Ans : গোপালকৃষ্ণ গোখলে
➢ 7. ক্ষুদিরাম বোসের রাজনৈতিক গুরু কে ছিলেন ?
Ans : সত্যেন বোস
➢ 8. প্রীতিলতা ওয়াদ্দেদার এর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
Ans : সূর্য সেন
➢ 9. মীরা বেন এর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
Ans : মহাত্মা গান্ধী
➢ 10. বি আর আম্বেদকরের রাজনৈতিক গুরু কে ছিলেন ?
Ans : জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে
❖ 11. আনন্দবাজার পত্রিকার স্লোগান কি ?
Ans : পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয় / বাংলার, বাঙালির । পাঠকই প্রথম
❖ 12. আজকাল পত্রিকার স্লোগান কি ?
Ans : আলাদা কিছু বলে
❖ 13. উত্তরবঙ্গ সংবাদ পত্রিকার স্লোগান কি ?
Ans : উত্তরবঙ্গের আত্মার আত্মীয়
❖ 14. এবেলা পত্রিকার স্লোগান কি ?
Ans : আমি আমার মতো
❖ 15. বর্তমান পত্রিকার স্লোগান কি ?
Ans : ভগবান ছাড়া কাউকে ভয় পায় না
❖ 16. দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার স্লোগান কি ?
Ans : জার্নালিজম অব কারেজ
❖ 17. হিন্দুস্তান টাইমস পত্রিকার স্লোগান কি ?
Ans : বিকজ ইউ ডিসার্ভ টু নো
❖ 18. দ্য ইকোনমিক টাইমস পত্রিকার স্লোগান কি ?
Ans : দ্য পাওয়ার অব নলেজ
❖ 19. এই সময় পত্রিকার স্লোগান কি ?
Ans : দুগ্গা দুগ্গা
❖ 20. বিজনেস ওয়ার্ল্ড পত্রিকার স্লোগান কি ?
Ans : প্লে দ্য গেম