গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 307

 

 গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 307

 

************************



❐ 1. সালোকসংশ্লেষের প্রধান স্থান কোনটি ? 
Ans : পাতার মেসোফিল কলা 

❐ 2. সালোকসংশ্লেষের একক কোনটি ? 
Ans : কোয়ান্টাজোম বা ক্লোরোফিল অনু 

❐ 3. সালোকসংশ্লেষের অঙ্গ কোনটি ? 
Ans : পাতা 

❐ 4. সালোকসংশ্লেষেকারী অঙ্গানু কোনটি ? 
Ans : ক্লোরোপ্লাস্ট

❐ 5. সালোকসংশ্লেষকারী প্রাণী হলো ? 
Ans : ক্রাইসামিবা ও ইউগ্লিনা 

❐ 6. সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়া কোথায় ঘটে ? 
Ans : ক্লোরোপ্লাস্টের গ্রানা 

❐ 7. সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে ? 
Ans : ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা 

❐ 8. সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয় কোথায় ? 
Ans : ক্লোরেল্লা সামুদ্রিক শৈবালে

❐ 9. সূর্যালোকের কোন তরঙ্গ দৈর্ঘ্য সালোক সংশ্লেষ সম্পন্ন হয় ? 
Ans : 400 - 700 nm

❐ 10. কোন বর্ণের আলোয় সালোকসংশ্লেষ সবথেকে বেশিমাত্রায় কার্যকরী হয় ? 
Ans : লাল ও নীল

✪ 11. উল্লেখযোগ্য নিদর্শন আনন্দ ভবন কোথায় অবস্থিত ? 
Ans : এলাহাবাদ 

✪ 12.  উল্লেখযোগ্য নিদর্শন ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত ? 
Ans : কোনারক, ওড়িশা

✪ 13. উল্লেখযোগ্য নিদর্শন বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত ? 
Ans : ফতেপুর সিকরি 

✪ 14. উল্লেখযোগ্য নিদর্শন ভাকরা বাঁধ কোথায় অবস্থিত ? 
Ans : পাঞ্জাব 

✪ 15. উল্লেখযোগ্য নিদর্শন গোলগম্বুজ কোথায় অবস্থিত ? 
Ans : বিজাপুর

✪ 16. উল্লেখযোগ্য নিদর্শন আইল্যান্ড প্যালেস কোথায় অবস্থিত ? 
Ans : উদয়পুর 

✪ 17. উল্লেখযোগ্য নিদর্শন কন্যাকুমারী মন্দির কোথায় অবস্থিত ? 
Ans : তামিলনাড়ু 

✪ 18. উল্লেখযোগ্য নিদর্শন পদ্মনাভ মন্দির কোথায় অবস্থিত ? 
Ans : তিরুবনন্তপুরম

✪ 19. উল্লেখযোগ্য নিদর্শন সোমনাথপুর মন্দির কোথায় অবস্থিত ? 
Ans : মহীশুর

✪ 20. উল্লেখযোগ্য নিদর্শন পার্সি টাওয়ার কোথায় অবস্থিত ? 
Ans : মুম্বাই