দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 25/11/2021
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 25/11/2021
******************
❖ 1. পাতালপানি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে উপজাতিদের আদর্শ তাঁতিয়া ভিল এর নামে রাখতে চলেছে মধ্যপ্রদেশ সরকার
❖ 2. নীতি আয়োগ প্রকাশিত SDG আরবান ইনডেক্স অনুযায়ী প্রথম স্থান অধিকার করলো সিমলা
❖ 3. বিশ্বের প্রথম ডবল অ্যাসট্রয়েড রিডাইরেকশন টেস্ট (DART) মিশন লঞ্চ করলো NASA
❖ 4. রাশিয়ার Daniil Medvedev কে হারিয়ে ATP ফাইনাল খেতাব জিতলেন জার্মানির Alexander Zverev
❖ 5. ফিনান্সিয়াল স্টেবিলিটি বোর্ড অনুযায়ী JPMorgan Chase ব্যাঙ্ক বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ সিস্টেমিক ব্যাঙ্কের তকমা পেলো
❖ 6. প্রতিবছর 25 শে নভেম্বর নারী প্রতি হিংসা নির্মূল আন্তর্জাতিক দিবস (International Day for the Elimination of Violence Against Women) পালন করা হয়, এবছরের থিম – Orange the World: End Violence against Women Now
❖ 7. প্রখ্যাত নোবেল পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ অভিজিত ব্যানার্জী নতুন একটি বই লিখলেন যার শিরোনাম ‘Cooking to Save your Life’
❖ 8. Goldman Sachs সংস্থা 2022 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি 9.1% নির্ধারণ করলো
❖ 9. আইআইটি গুয়াহাটি তে সেন্টার ফর ন্যানোটেকনোলজি এবং সেন্টার ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেম লঞ্চ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
❖ 10. দেশে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের জন্য Pratham NGO কে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2021 এ সম্মানিত করা হলো