আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 56 *********************************** ⧩ 106. ষষ্ঠ অর্থ কমিশন (1972) এর চেয়ারম্যান কে ছিলেন ?  Ans :  কে ব্রমহানন্দ রেড্ডি  ⧩ 107. সপ্তম অর্থ কমিশন (1977) এর চেয়ারম্যান কে ছিলেন ?  Ans :  জে এম শেলাথ ⧩ 108. অষ্টম অর্থ কমিশন (1983) এর চেয়ারম্যান কে ছিলেন ?  Ans :  ওয়াই বি চবন   ⧩ 109. নবম অর্থ কমিশন (1987) এর চেয়ারম্যান কে ছিলেন ?  Ans :  এন পি কে সালভে  ⧩ 110. দশম অর্থ কমিশন (1992) এর চেয়ারম্যান কে ছিলেন ?  Ans :  কে সি পন্থ ➥ 111. ভারতের খনি শহর বলা হয় কোনটি কে ?  Ans :  ধানবাদ, ঝাড়খন্ড  ➥ 112. সিটি অফ ভিকট্রি বলা হয় কোনটি কে ?  Ans :  বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশ   ➥ 113. গঙ্গার প্রবেশদ্বার বলা হয় কোন শহর কে ?  Ans :  হরিদ্বার, উত্তরাখন্ড  ➥ 114. সিটি অফ ডেসটিনি বলা হয় কোন শহর কে ?  Ans :  বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ  ➥ 115. কোন শহর কে হিমালয়ের রানী বলা হয় ?  Ans :  মুসৌরী, উত্তরাখন্ড   ➥ 116....