দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 28/07/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 28/07/2022

******************


➥ 1. 2022 বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতের পতাকা বাহক হতে চলেছেন ভারতের স্টার ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু 

➥ 2. পুলিশদের উপস্থিতি এবং রিয়েলটাইম মনিটরিং এর জন্য হরিয়ানা মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার 'Smart E-Beat’ নামক সিস্টেম লঞ্চ করলেন

➥ 3. প্রতি বছর 28 শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়, এবছরের থিম - 'Bringing hepatitis care closer to you’

➥ 4. 2022 বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের উৎসাহ বাড়াতে 'Create for India' ক্যাম্পেইন লঞ্চ করলো স্পোর্টস অর্থরিটি অফ ইন্ডিয়া (SAI)

➥ 5. প্রথম বাংলাদেশি ব্যক্তিত্ব হিসেবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ K2  সফলভাবে আরোহণ করলেন Wasifa Nazreen

➥ 6. দেশের প্রথম সার্টিফায়েড 'Har Ghar Jal' জেলার তকমা পেলো মধ্যপ্রদেশের বুরহানপুর

➥ 7. কানারা ব্যাংক সম্প্রতি একটি মোবাইল অ্যাপ লঞ্চ করলো যার নাম 'Canara ai1'

➥ 8. বিখ্যাত বলিউড অভিনেতা দিলীপ কুমারের জীবনীর উপর নতুন একটি বই লিখলেন Faisal Farooqui যেটির শিরোনাম 'Dilip Kumar : In the Shadow of a Legend'

➥ 9. আজাদী কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে Chemistry and Applications of Soft Materials এর উপর আন্তর্জাতিক কনফারেন্স হোস্ট করতে চলেছে তিরুবনন্তপুরম 

➥ 10. স্পেস স্টেশন মডিউল 'Wentian' সফল ভাবে লঞ্চ করলো চীন সরকার, তিনটির মধ্যে এটি দ্বিতীয় স্পেস স্টেশন মডিউল