দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 30/07/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 30/07/2022

******************


❖ 1. ভারতের প্রথম টিচিং রোবোট 'Eagle Robot' এর সূচনা করলো ইন্দাস ইন্টারন্যাশনাল স্কুল

❖ 2. কমনওয়েলথ গেমস 2022 এ ভারতের প্রথম এথলিট হিসেবে ভারউত্তোলনের 55 কেজি ইভেন্টে  সিলভার মেডেল জিতলেন Sanket Sargar 

❖ 3. মহিলাদের অধিকার সচেতনতার জন্য ছত্তিশগড় মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল 'Mahtari Nyay Rath' লঞ্চ করলেন 

❖ 4. গুজরাটে গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক-সিটি (GIFT City) তে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বুলিয়ন এক্সচেঞ্জ (IIBX) লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

❖ 5. Limca Sportz প্রমোশনের জন্য অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরাজ চোপড়ার সাথে চুক্তি স্বাক্ষর করলো Coca-Cola সংস্থা 

❖ 6. বাংলাদেশে ভারতের হাই-কমিশনার হিসেবে প্রণয় কুমার ভার্মা কে নিযুক্ত করা হলো 

❖ 7. পাম তেলের ব্যবসার জন্য মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল এবং ভারতের ইন্ডিয়ান ভেজিটেবল অয়েল প্রোডিউসার্স এসোসিয়েশন চুক্তি স্বাক্ষর করলো 

❖ 8. পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত '১ টাকার ডাক্তার' নামে অধিক পরিচিত সুশোভন ব্যানার্জি সম্প্রতি প্রয়াত হলেন 

❖ 9. মেরিটাইম সিকিউরিটির জন্য সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স এবং ভারত আলোচনায় বসলো

❖ 10. এশিয়া কাপ 2022 শ্রীলংকার পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহী (UAE) তে অনুষ্ঠিত হতে চলেছে