আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 55

 

আগামী  পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 55


***********************************


☯ 91. গুরুঘাসিদাস ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : ছত্তিশগড় 

☯ 92. দুধা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : উত্তরপ্রদেশ 

☯ 93. পিলভিট ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : উত্তরপ্রদেশ 

 ☯ 94. ভদ্রক ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : কর্নাটক 

☯ 95. বাল্মিকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : বিহার 

☯ 96. বিলিগিরি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : কর্নাটক 

☯ 97. সাতকোশিয়া ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : ওড়িশা 

☯ 98. ডাম্পা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
 
Ans : মিজোরাম 

☯ 99. বোর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : মহারাষ্ট্র 

☯ 100. সত্যমঙ্গলম ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : তামিলনাডু 

⧩ 101. প্রথম অর্থ কমিশন (1951) এর চেয়ারম্যান কে ছিলেন ? 
Ans : কে সি নিয়োগী 

⧩ 102. দ্বিতীয় অর্থ কমিশন (1956) এর চেয়ারম্যান কে ছিলেন ? 
Ans : কে সন্থানাম 

⧩ 103. তৃতীয় অর্থ কমিশন (1960) এর চেয়ারম্যান কে ছিলেন ? 
Ans : এ কে চন্দা

⧩ 104. চতুর্থ অর্থ কমিশন (1964) এর চেয়ারম্যান কে ছিলেন ? 
Ans : পি ভি রাজমান্নার 

⧩ 105. পঞ্চম অর্থ কমিশন (1968) এর চেয়ারম্যান কে ছিলেন ? 
Ans : মহাবীর ত্যাগী