আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 54
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 54
***********************************
☛ 76. পৃথক নির্বাচনের (1932) সময় গভর্নর জেনারেল কে ছিলেন ?
Ans : লর্ড ওয়েলিংটন
☛ 77. ভারত শাসন আইন (1935) এর সময় গভর্নর জেনারেল কে ছিলেন ?
Ans : লর্ড ওয়েলিংটন
☛ 78. ক্রিপস মিশন (1942) এর সময় গভর্নর জেনারেল কে ছিলেন ?
Ans : লর্ড লিনলিথগো
☛ 79. ওয়েভেল প্লান (1945) এর সময় গভর্নর জেনারেল কে ছিলেন ?
Ans : লর্ড ওয়েভেল
☛ 80. ভারত স্বাধীন চুক্তি (1947) এর সময় গভর্নর জেনারেল কে ছিলেন ?
Ans : লর্ড মাউন্টব্যাটেন
➤ 81. বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে স্থাপিত হয় ?
Ans : 1836 সালে
➤ 82. জমিদার সভা কবে স্থাপিত হয় ?
Ans : 1838 সালে
➤ 83. বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে স্থাপিত হয় ?
Ans : 1843 সালে
➤ 84. ব্রিটিশ ইন্ডিয়া এসোসিয়েশন কবে স্থাপিত হয় ?
Ans : 1851 সালে
➤ 85. ইন্ডিয়ান লিগ কবে স্থাপিত হয় ?
Ans : 1875 সালে
➤ 86. ইন্ডিয়ান এসোসিয়েশন কবে স্থাপিত হয় ?
Ans : 1876 সালে
➤ 87. বোম্বে এসোসিয়েশন কবে স্থাপিত হয় ?
Ans : 1852 সালে
➤ 88. পুনা সার্বজনিক সভা কবে স্থাপিত হয় ?
Ans : 1867 সালে
➤ 89. বোম্বে প্রেসিডেন্সি এসোসিয়েশন কবে স্থাপিত হয় ?
Ans : 1885 সালে
➤ 90. মাদ্রাজ নেটিভ এসোসিয়েশন কবে স্থাপিত হয় ?
Ans : 1852 সালে