আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 57
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর Set - 57
***********************************
☞ 121. উত্তর আমেরিকা মহাদেশের ঘনবসতিপূর্ণ নগরের মধ্যে অন্যতম ভ্যাঙ্কুভার শহর কোথায় অবস্থিত ?
Ans : কানাডা
☞ 122. সবচেয়ে পুরনো এবং বৃহত্তম ন্যাশনাল পার্ক ইয়েলো স্টোন কোথায় অবস্থিত ?
Ans : মার্কিন যুক্তরাষ্ট্র
☞ 123. পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিকেল পাওয়া স্থান স্যাডব্যারি কোথায় অবস্থিত ?
Ans : কানাডা
☞ 124. মালাকানাঙ প্যালেস কোন দেশে অবস্থিত ?
Ans : ম্যানিলা
☞ 125. মাও মোসেলিয়ম স্মৃতি সৌধটি কোন দেশে অবস্থিত ?
Ans : বেজিং
☞ 126. প্রখ্যাত সচিবালয় ক্রেমলিন কোন দেশে অবস্থিত ?
Ans : মস্কো
☞ 127. ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অন্যতম পবিত্র স্থান আল-আসকা মসজিদ কোন দেশে অবস্থিত ?
Ans : জেরুজালেম
☞ 128. অন্যতম পর্যটন স্থল হনলুলু কোথায় অবস্থিত ?
Ans : হাওয়াই দ্বীপ
☞ 129. অন্যতম গবাদি পশু বাণিজ্য কেন্দ্র ক্যামসাস কোথায় অবস্থিত ?
Ans : মার্কিন যুক্তরাষ্ট্র
☞ 130. পৃথিবীর অন্যতম প্রাচীন জলপথ সেত-আল-আরব কোন দেশে অবস্থিত ?
Ans : ইরাক
➢ 131. ডিসেন্ট অফ ম্যান - বইটি কার লেখা ?
Ans : চার্লস ডারউইন
➢ 132. ডক্টর জিভাগো - বইটি কার লেখা ?
Ans : বরিস প্যাস্টারন্যাক
➢ 133. ডাউন আন্ডার - বইটি কার লেখা ?
Ans : বিল ব্রাইসন
➢ 134. ডাস্ট টু ডাস্ট - বইটি কার লেখা ?
Ans : টমি হোগ
➢ 135. এসেস অন গীতা - বইটি কার লেখা ?
Ans : শ্রী অরবিন্দ ঘোষ