দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 29/07/2022

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  - 29/07/2022

******************


☞ 1. প্রখ্যাত আসামী লেখক Atulananda Goswami সম্প্রতি প্রয়াত হলেন 

☞ 2. MSME এর জন্য সেন্টার অফ এক্সেলেন্স স্থাপনের জন্য ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (NSIC) এবং LG ইলেকট্রনিক্স চুক্তি স্বাক্ষর করলো 

☞ 3. 2023 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ কমিয়ে 7.4% নির্ধারণ করলো IMF

☞ 4. প্রত্যেক রাজ্যবাসীদের ডিজিটালি সাক্ষরিত করে তুলতে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেরল সরকার 

☞ 5. চেন্নাই তে 44 তম চেস অলিম্পিয়াডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

☞ 6. 11 তম এগ্রিকালচার সেনসাস (2021-22) লঞ্চ করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার 

☞ 7. প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি এয়ারক্রাফট ক্যারিয়ার INS Vikrant ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হলো
 
☞ 8. প্রতি বছর 29 শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয়, এবছরের থিম - 'India launches Project Tiger to revive the tiger population'

☞ 9. গুজরাটে ভারতের প্রথম গ্লোবাল গোল্ড এক্সচেঞ্জ লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

☞ 10. গ্রীন হাইড্রোজেন প্লান্ট স্থাপনের জন্য ReNew Power ইজিপ্ট সরকারের সাথে চুক্তি স্বাক্ষর করলো