গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 274 ************** ********** 1) Fall of a sparrow বইটি বিখ্যাত পক্ষীবিদ- 👉 সালিম আলির লেখা। 2) জয়ন্তি হল 👉 সংরক্ষিত বনভূমি । 3) সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয়, তাকে 👉 আবাদ বলে। 4) বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয় 👉 1986 সালে । 5) খোয়াই অঞ্চল দেখা যায় 👉 বীরভূম জেলায়। 6) তাল শব্দের অর্থ 👉 জলাভূমি ও নিম্নভূমি। 7) বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি অবস্থিত 👉 কলকাতার বেলগাছিয়ায়। 8) বাংলায় ধানের বউল বলা হয় 👉 বর্ধমানকে। 9) উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি 👉 খিয়র নামে পরিচিত । 10) দমদম বিমান বন্দরের পত্তন হয়েছিল 👉 1875 11) জীববৈচিত্র বা বায়োডাইভার্সিটি হলো- 👉 একটি স্থানে পরস্পরের উপর নির্ভরশীল জীবাণু,উদ্ভিদ ও প্রাণীর সমাবেশ। 12) জীববৈচিত্রের সুপার মার্কেট বা বড়বাজার বলা হয়- 👉 জলাভূমি কে। 13) ইনসিটু সংরক্ষণ হলো- 👉 কোনো বিরল ,লুপ্তপ্রায় উদ্ভিদ বা প্রাণী কে তার নিজস্ব বাসভূমিতে সংরক্ষণ কে বোঝায়। 14) এক্স-সিটু সংরক্ষণ হলো- 👉 কোনো জীব কে তার বাসভূমি থেকে দূরে নিয়ে গিয়ে অনুকূল পরিবেশে সংরক্ষণ কে বোঝায়। 15) সংরক্ষিত বনভূমি(RF)হলো-...