দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 25/10/2021

 


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 25/10/2021

******************


◆ 1. চিনের Xichang স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে নতুন একটি স্যাটেলাইট লঞ্চ করা হলো যার নাম ‘Shijian – 21’

◆ 2. বিখ্যাত লেখক রাস্কিন বন্ডের নতুন একটি বই প্রকাশিত হলো যার শিরোনাম ‘Writing for My Life’

◆ 3.সমস্ত পোলিং স্টেশনের ডিজিটাল ম্যাপিং এর জন্য ভারতীয় নির্বাচন কমিশন ‘Garuda App’ লঞ্চ করলো 

◆ 4. দেশের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরী স্পেস রকেট ‘Nuri’ লঞ্চ করলো দক্ষিন কোরিয়া 

◆ 5. 2021 ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টন এ পুরুষ বিভাগে জিতলেন Viktor Axelsen এবং মহিলা বিভাগে জিতলেন Akane Yamaguchi 

◆ 6. 2021 US গ্রান্ড প্রিক্স খেতাব জিতলেন ডেনমার্কের ফর্মুলা ওয়ান চালক Max Verstappen

◆ 7. নাগপুরে ন্যাশনাল ইন্টার-রিলিজিয়াস কনফারেন্স অনুষ্ঠিত হলো, এই কনফারেন্সের থিম ছিল – Global Challenge to Communal Harmony and Role of India 

◆ 8. দেশের প্রথম রাজ্য হিসেবে রাজ্যের প্রতিটি ঘরে ইলেকট্রিক পৌছে দেওয়া এবং খোলা জায়গায় শৌচাগার মুক্ত হওয়ার খেতাব অর্জন করলো গোয়া সরকার 

◆ 9. তামিল ড্রামা ফিল্ম ‘Koozhangal’ কে অস্কার 2022 এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত করা হলো 

◆ 10. প্রতিবছর 24 শে অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালন করা হয়, এবছরের থিম – One Day. One Focus : Ending Polio – delivering on our promise of a polio-free world !, এছাড়াও এই দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবেও পালিত হয়, এবছরের থিম – Recovering better for an equitable and sustainabke world