গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 274

 

গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 274

 

************************



1) Fall of a sparrow বইটি বিখ্যাত পক্ষীবিদ-
👉 সালিম আলির লেখা।

2) জয়ন্তি হল 👉 সংরক্ষিত বনভূমি ।

3) সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয়, তাকে 👉 আবাদ বলে।

4) বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয় 👉 1986 সালে ।

5) খোয়াই অঞ্চল দেখা যায় 👉 বীরভূম জেলায়।
6) তাল শব্দের অর্থ 👉 জলাভূমি ও নিম্নভূমি।

7) বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি অবস্থিত 👉 কলকাতার বেলগাছিয়ায়।

8) বাংলায় ধানের বউল বলা হয় 👉 বর্ধমানকে।

9) উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি 👉 খিয়র নামে পরিচিত ।

10) দমদম বিমান বন্দরের পত্তন হয়েছিল 👉 1875 

11) জীববৈচিত্র বা বায়োডাইভার্সিটি হলো-
👉 একটি স্থানে পরস্পরের উপর নির্ভরশীল জীবাণু,উদ্ভিদ ও প্রাণীর সমাবেশ।

12) জীববৈচিত্রের সুপার মার্কেট বা বড়বাজার বলা হয়-
👉 জলাভূমি কে।

13) ইনসিটু সংরক্ষণ হলো-
👉 কোনো বিরল ,লুপ্তপ্রায় উদ্ভিদ বা প্রাণী কে তার নিজস্ব বাসভূমিতে সংরক্ষণ কে বোঝায়।

14) এক্স-সিটু সংরক্ষণ হলো-
👉 কোনো জীব কে তার বাসভূমি থেকে দূরে নিয়ে গিয়ে অনুকূল পরিবেশে সংরক্ষণ কে বোঝায়।

15) সংরক্ষিত বনভূমি(RF)হলো-
👉 যে বনভূমি বা তার অংশ সরকারি আইন অনুসারে জনগণের ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ,বাস্তুতানত্রিক ভারসাম্য রক্ষায় গাছ ও বন্য প্রাণীদের যেখানে সংরক্ষণ করা হয়।

16) সুরক্ষিত বনভুমি হলো(PF)-
👉 যে বনভূমির কিছু নির্দিষ্ট এলাকা জনগণ প্রবেশ করতে পারে,সরকারি অনুমতি নিয়ে গাছ কাটতে পারে,যেখানে উদ্ভিদ ও প্রাণীদের
সংরক্ষণের জন্য কোনো কঠোর পরিকলপনা নেই।

17) অভয়ারণ্য হলো(sanctuary)-
👉 কোনো বনভূমির বিশেষ অঞ্চলে কিছু বন্য পশু ও উদ্ভিদমন্ডলকে আইন দ্বারা মানুষের প্রভাব মুক্ত রেখে সংরক্ষণ করা হয়।

18) জাতীয় উদ্যান(national park)-
👉 যে সমস্ত অঞ্চলে প্রকৃতিক সুন্দর্যসহ গাছপালা ও জীবজন্তু কে তাদের নিজস্ব পরিবেশে সংরক্ষণ করা হয়।

19) বায়োস্পিয়ার রিজার্ভ হলো-
👉 যেখানে কোনো বিপন্ন প্রজাতির প্রাণী বা উদ্ভিদ কে তাদের জীবনধারা অনুসারে সুদীর্ঘকাল ধরে সুরক্ষিত রাখে।

20) জার্মপ্লাজম হলো-
👉 যে পদ্ধতিতে অর্থনৈতিক বা শারীরবৃত্তীয় গুনের অধিকারি জীবের প্রোটোপ্লাজমযুক্ত উন্নত কোষকে কোনো নিম্নশ্রেণীর জীবের উন্নতি ঘটানোর জন্য সংরক্ষিত করা হয়।

21) কৃষ্ণনগর বিখ্যাত 👉 মৃৎ শিল্পের জন্য।

22)  ‘City of Joy’ বলা হয়👉 কলকাতাকে।

23) তরাই শব্দের অর্থ👉 স্যাঁতসেঁতে ভূমি।

24) পেডং কথার অর্থ 👉 অর্কিডের শহর।

25) দামোদরনদকে বলা হয় 👉 বাংলার দুঃখ।