গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 275
গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 275
************************
1. পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি কোনটি?
উ: তৈগা
2. দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি কে কী বলে?
উ: ভেল্ড
3. বিমানের ঘর ও হিমায়ন যন্ত্র প্রস্তুতিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়?
উ: বালসা
4. সিরাপ প্রস্তুতিতে কোন গাছের রস ব্যবহার করা হয়?
উ: ম্যাপল
5. কোন গাছের নির্যাস থেকে ধূনো প্রস্তুত করা হয়?
উ: শাল
6. কোন গাছকে কুঠার ভাঙা গাছ বলা হয়?
উ: কুইব্রাকো
7. অলিভ অয়েল তৈরি করা হয় কোন গাছ থেকে?
উ: জলপাই
8. বোতলের ছিপি তৈরি করা হয় কোন গাছের ছাল থেকে?
উ: কর্ক
9. ক্রান্তীয় তৃণভূমি ভেনেজুয়েলায় কি নামে পরিচিত?
উ: ল্যানোস
10. হাতি ঢাকা ঘাস কোন তৃণভূমিতে দেখা যায়?
উ: সাভানা
11. জীববৈচিত্র্যের বিচারে পৃথিবীতে ভারতের স্থান – দ্বাদশ ।
12. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল অবস্থিত – সুন্দরবনে ।
13. ভারতে সপুষ্পক উদ্ভিদ প্রজাতি পাওয়া যায় – প্রায় 15 হাজার ।
14. ভারতে বিপন্ন স্তন্যপায়ী প্রাণী – প্রজাতির সংখ্যা – 39 টি ।
15. কানহা জাতীয় উদ্যান অবস্থিত – মধ্যপ্রদেশে ।
16. রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় – 1971 সালে ।
17. রিও ডি জেনিরোতে বসুন্ধরা সম্মেলন হয় – 1992 সালে ।
18. UNESCO মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি গ্রহণ করে – 1971 সালে ।
19. মেগাবায়োডাইভারসিটি পরিভাষাটি ব্যবহৃত হয় – স্মিথসোনিয়ার সম্মেলন ।
20. ‘ জীবসম্পর্কিত বৈচিত্র্য ‘ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন – টমাস ই লাভজয় ।
21.হটস্পট সংখ্যা -4
22.কিয়োটো প্রোটোকল -1997
23.হস্তি সংরক্ষন -1992
24.পশ্চিমবঙ্গ বন্যপ্রানী সংরক্ষন আইন 1959
25.ভারতীয় বন আইন 1927
26 হটস্পট- Western Ghats,indo burma,eastern himalaya,sundaland,
27.নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের স্বীকৃতি পায়-1986
28.গন্ডার সংরক্ষন আইন-1992
29.পরিবেশ সংরক্ষন আইন 1986
30.ব্যাঘ্র প্রকল্প-1973
31.কুমির প্রকল্প-1975
32. ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় – 2002 সালে ।
33. জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয় – 1972 সালে ।
34. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত – অসমে ।
35. সম্পূর্ণরূপে বিলুপ্ত প্রাণী – এশিয়াটিক চিতা ।
36. বর্তমানে ভারতে মোট অভয়ারণ্যের সংখ্যা – 537 টি
37. ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা – 18 টি ।
38. ভারতে বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা মোট – 81 টি ।
39. পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ – ব্রাজিল
40. ভারতে প্রাপ্ত মোট পাখি প্রজাতির সংখ্যা – 1228 টি ।
41. বর্তমানে ভারতে মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা – 50 টি ।
42.মানব্দেহে PH এর মাত্রা বজায় রাখার
সিস্টেম হল – বাফার সিস্টেম।
43. কোন বছর ফুকুশিমা দুর্ঘটনা ঘটেছিল?
উঃ ২০১১ সালে।
44. ফটোভোল্টিক প্রযুক্তির দ্বারা কোন বিদ্যুৎ উৎপাদন করা হয়?
উঃ সৌরবিদ্যুৎ।
45. বিজ্ঞানসম্মতভাবে মৌমাছি পালনকে কি বলা হয়?
উঃ এপিকালচার।
46. তামিলনাড়ুর কোথায় ম্যানগ্রোভ অরন্য দেখা যায়?
উঃ পিচাভরম।
47. দাচিগাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উঃ জম্মু ও কাশ্মীর।
48. ক্লোরোফ্লুরো কার্বনের বাণিজ্যিক নাম কি?
উঃ ফ্রেয়ন।
49. রামসার সন্মেলন অনুষ্ঠিত হয় ১৯৭১ সালে ইরানে।