গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 277

 

 গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 277

 

************************



১. প্রশ্ন: মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
*উত্তর: প্লিহাতে*

২. প্রশ্ন: কোনটি এ্যান্টিবায়োটিক?
*উত্তর: পেনিসিলিন*

৩. প্রশ্ন: জন্ডিসে আক্রান্ত হয় –
*উত্তর: যকৃত*

৪. প্রশ্ন: সবচেয়ে বড় ভাইরাস হল-
*উত্তর: গো-বসন্তের ভাইরাস*

৫. প্রশ্ন: কোনো পরিবহন তন্ত্র নেই-
*উত্তর: ছত্রাকের*

৬. প্রশ্ন: ঝিনুকের রক্তে কি নেই?
*উত্তর: হিমোগ্লোবিন*

৭. প্রশ্ন: গলদা চিংড়ি কোন পর্বের প্রানী?
*উত্তর: আর্থ্রোপোডা*

৮. প্রশ্ন:মুক্তায় কত ভাগ CaCO3 থাকে?
*উত্তর: ৮৮-৯০ ভাগ*

৯. প্রশ্ন: চিংড়ির চাষকে কি বলে?
*উত্তর: Prawn culture*

১০. প্রশ্ন: ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি?
*উত্তর: গ্রীষ্মকাল*

১১. প্রশ্ন: “আমা” শব্দের অর্থ কি?
*উত্তর: সাগর কন্যা*

১২. প্রশ্ন: কত সালে মৎস্য সংরক্ষন আইন প্রনয়ন করা হয়?
*উত্তর: ১৯৫০*

১৩. প্রশ্ন: মাছ চাষের জন্য উপকারী জল হল-
*উত্তর: ক্ষার ধর্মী জল*

১৪. প্রশ্ন: মাছের প্রাকৃতিক খাবার হল-
*উত্তর: প্লাংকটন*

১৫. প্রশ্ন: ক্ষুদ্র ক্ষুদ্র প্রানীকে কি বলে-
*উত্তর: জুয়োপ্ল্যাংকটন*

১৬. প্রশ্ন: ব্ল্যাক টাইগার বলা হয় –
*উত্তর: বাগদা চিংড়ি*

১৭. প্রশ্ন: প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম?
*উত্তর: ২১*

১৮. প্রশ্ন: জীবদেহের কাজের একক কি?
*উত্তর: কোষ*

১৯. প্রশ্ন: সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে?
*উত্তর: রবার্ট হুক*

২০. প্রশ্ন: টিস্যুর গঠনগত একক কি?
*উত্তর: কোষ*

২১. প্রশ্ন: মানুষের ক্রোমোজোম সংখ্যা কতটি?
*উত্তর: ৪৬*

২২. প্রশ্ন: কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয়?
*উত্তর: ১৯৭২*

২৩. প্রশ্ন: প্রানিজগতের জীববৈচিত্র্যকে কি বলে?
*উত্তর: প্রানীবৈচিত্র্য*

২৪. প্রশ্ন: Fauna বলতে কি  বুঝায়?
*উত্তর: প্রানিকূল*

২৫. প্রশ্ন: ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি?
*উত্তর: কাইটিন*