গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 272
গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 272
************************
1) বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়?
a) পৃথিবীর কেন্দ্রে
b) খনিগর্ভে
c) নিরক্ষীয় অঞ্চলে
d) মেরু অঞ্চলে
উত্তর :- মেরু অঞ্চলে
2) আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত?
a) 60%
b) 50%
c) 100%
d) 75%
উত্তর :- 100%
3) ফিউজ তারের উপাদান কী?
a) নিকেল
b) টিন ও সিসার সংকর
c) সিসা
d) টিন
উত্তর :- টিন ও সিসার সংকর
4) আমাদের শক্তির প্রধান উৎস হল -
a) সমুদ্র
b) সূর্য
c) বায়ুমণ্ডল
d) মহাশূন্য
উত্তর :- সূর্য
5) নিউটন কে আবিষ্কার করেন?
a) জে জে টমসন
b) জে কেপলার
c) ড্যানিয়াল রাদারফোর্ড
d) জেমস চ্যাডউইক
উত্তর :- জেমস চ্যাডউইক
6) তড়িৎচালক বলের ব্যবহারিক একক কী?
a) ওহম
b)অ্যামপেয়ার
c) ভোল্ট
d) কুলম্ব
উত্তর :- ভোল্ট
7) গামা রশ্মি কী কাজে ব্যবহার করা হয়?
a) খাদ্যের জীবাণু মুক্তকরণে
b) কীটপতঙ্গ নিয়ন্ত্রণে
c) ক্যানসারের চিকিৎসায়
d) তিনটিতেই
উত্তর :- তিনটিতেই
8) সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে -
a) পরিবহন পদ্ধতিতে
b) পরিচলন পদ্ধতিতে
c) বিকিরণ পদ্ধতিতে
d) কোনোটিই নয়
উত্তর :- বিকিরণ পদ্ধতিতে
9) শব্দতরঙ্গ হল-
a) একপ্রকার স্থিতিস্থাপক তরঙ্গ
b) মাধ্যাকর্ষণ তরঙ্গ
c) তড়িৎচুম্বকীয় তরঙ্গ
d) কোনোটিই নয়
উত্তর :- একপ্রকার স্থিতিস্থাপক তরঙ্গ
10) সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে?
a) লাল
b) নীল
c) কালো
d) বাদামি
উত্তর :- নীল
11) ফোটর হল এক ধরনের-
a) যৌগিক কণা
b) আয়ন
c) ভরহীন কণা
d) ভরযুক্ত কণা
উত্তর :- ভরহীন কণা
12) জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ -
a) কম
b) বেশি
c) একই বা সমান
d) মাঝারি
উত্তর :- কম
13) কার্য হল -
a) দুটি ভেক্টর রাশির গুণফল
b) একটি স্কেলার ও একটি ভেক্টর রাশির গুণফল
c) দুটি স্কেলার রাশির গুণফল
d) কোনোটিই নয়
উত্তর :- দুটি ভেক্টর রাশির গুণফল
14) তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
a) নিবোর
b) ম্যা. কুরি
c) ড: রাদারফোর্ড
d) ব্যেকারেল
উত্তর :- ব্যেকারেল
15) প্রিজমের ক'টি ত্রিকোণাকার তল থাকে?
a) 2 টি
b) 3 টি
c) 4 টি
d) 5 টি
উত্তর :- 2 টি
16) হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি?
a) আকাশী
b) নীল
c) লাল
d) বেগুণী
উত্তর :- নীল
17) কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হয়?
a) বোসন রশ্মি
b) y রশ্মি
c) B রশ্মি
d) a রশ্মি
উত্তর :- বোসন রশ্মি
18) মেঘলা দিনে শিশির কম পড়ে, কারণ -
a) মেঘ আর্দ্রতা ছড়ায়
b) জলের ব্যতিক্রমী প্রসারণ
c) মেঘ শিশির শোষণ করে
d) মেঘলা রাতে ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে হয় ।
উত্তর :- মেঘলা রাতে ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে হয়
19) কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায়?
a) নিউটনের প্রথম গতিসূত্র
b) নিউটনের দ্বিতীয় গতিসূত্র
c) নিউটনের তৃতীয় গতিসূত্র
d) ভরবেগের সংরক্ষণ সূত্র
উত্তর:- নিউটনের দ্বিতীয় গতিসূত্র
20) পুকুরের জল প্রবল গ্রীস্মেও ঠান্ডা থাকার কারণ-
a) জলের বাষ্পীভবন
b) জলের তাপের প্রবাহ
c) বায়ুমন্ডলের তাপশোষণ
d) কোনোটিই নয়
উত্তর:- জলের বাষ্পীভবন