গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 278 এবং 279

 

 গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - 278 এবং 279

 

************************


1. একাত্তরের ডায়েরি কার লেখা ?
Ans : সুফিয়া কামাল 

2. NATO কত সালে গঠিত হয় ?
Ans : 1949 সালে 

3. বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত ?
Ans : ক্রিকেট

4. বসুমিত্র কততম বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন ?
Ans : চতুর্থ বৌদ্ধ সম্মেলন

5. ইজরায়েলের মুদ্রার নাম কি ? 
Ans : শেকেল 

6. পরম বৈষ্ণব উপাধি কোন রাজা সংগ্রহ করেছিলেন ?
Ans : লক্ষণ সেন 

7. জয়ন্তীয়া পাহাড় কোথায় অবস্থিত ?
Ans : মেঘালয় 

8. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয় ?
Ans : 1911 সালে 

9. চাহেলাগানি কে বন্ধ করে দেন ?
Ans : গিয়াসউদ্দিন বলবন

10. সাতপুরা পর্বত কি ধরনের পর্বত ?
Ans : স্তুপ পর্বত 

11. অটল বিহারী বাজপেয়ী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন ?
Ans : 11 তম 

12. লজ্জাবতী গাছের পাতা মুদে যাওয়া কি ধরনের চলন ?
Ans : সিসমোন্যাস্টি 

13. বিশ্বের বৃহত্তম গোল গম্বুজ কোথায় অবস্থিত ?
Ans : কর্ণাটক 

14. গুপ্ত যুগের রাজ ভাষা কি ছিল ?
Ans : সংস্কৃত

15. লেবুর রস ও রক্তের মধ্যে কোনটির pH সর্বনিম্ন ?
Ans : লেবুর রস 

16. অবন্তী মহাজনপদের কটি রাজধানী ছিল ?
Ans : 2 টি 

17. বিশ্বের প্রথম ট্রাম গ্রন্থাগার কোথায় চালু হয়েছে ?
Ans : কলকাতা 

18. তাকলামকান মরুভূমি কোথায় অবস্থিত ?
Ans : চীন 

19. গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন ?
Ans : কালিদাস 

20. কে আধুনিক পর্যায় সারনীর কথা বলেছিলেন ?
Ans : মোজলে







1. অ্যালভিওলাই কোথায় অবস্থিত ?
Ans : ফুসফুস 

2. প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা তৈরি হয়েছে কতগুলি আগ্নেয়গিরি নিয়ে ?
Ans : প্রায় 500 টি 

3. পুং জননতন্ত্রের কোন অংশে প্রধান জেনেটিক বস্তু পাওয়া যায় ?
Ans : শুক্রাণু 

4. অশ্বিনী পোনাপ্পা কোন খেলার জন্য বিখ্যাত ?
Ans : ব্যাডমিন্টন 

5. চম্বল
 কোন দিক বাহিনী নদী ?
Ans : উত্তরবাহিনী নদী 

6. প্রাচীন ভারতে মরিচ্চকটিকা বইটি কে সংকলন করেছিলেন ?
Ans : শূদ্রক 

7. আইন কমিশন কমিটি কবে গঠিত হয় ?
Ans : 1961 সালে 

8. ভৌতবিজ্ঞানের মোট কত গুলি শাখা আছে ?
Ans : 11 টি 

9. কোয়া জনজাতি বিদ্রোহ কত সালে ঘটে ?
Ans : 1922 

10. লেন্সের ক্ষমতার সাথে পুরক হলো ?
Ans : ফোকাস দৈর্ঘ্য 

11. আনন্দ ভবন কোথায় অবস্থিত ?
Ans : এলাহাবাদ 

12. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
Ans : ওয়ারেন হেস্টিংস 

13. কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য ?
Ans : কেরল 

14. ভারতের প্রথম বিশ্বশ্রী সম্মান কে পান ?
Ans : মনতোষ রায় 

15. কোন বছর শচীন তেন্ডুলকর ভারতরত্ন পান ?
Ans : 2014 সালে 

16. ভারতে কত শতাংশ ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ?
Ans : 65%

17. ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয় ?
Ans : এ পি জে আব্দুল কালাম কে 

18. সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয় ?
Ans : রেড পান্ডা 

19. সিমুক কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?
Ans : সাতবাহন বংশ 

20. অভিজ্ঞতাবাদের প্রধান প্রবক্তা কে ?
Ans: জন লক 







1. দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে হয় ?
Ans : 22 ডিসেম্বর 
2. ট্যাংস্টেন এবং সোনার মধ্যে কার গলনাঙ্ক ও  স্ফুটনাঙ্ক সর্বোচ্চ ?
Ans : ট্যাংস্টেন 
3. ভারতে কত সালে প্রথম বন্যপ্রাণী সংরক্ষন আইন শুরু হয় ?
Ans : 1972 সালে 
4. কোন দেশের সংসদ কোর্টেস নামে পরিচিত ?
Ans : স্পেন
5.  _______ পরিমাপ করে কৃতকার্যের গতিকে ?
Ans : ক্ষমতা
6. শ্রেণীবিন্যাসের জনক কাকে বলে ?
Ans : লিনিয়াস কে 
7. যকৃতের রং কেমন ?
Ans : লালচে খয়েরি 
8. কোনো বস্তুকে জলে নিমজ্জিত করলে তার উপর একটি বল কাজ করে এই বলটি হলো ?
Ans : প্লবতা 
9. ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় ?
Ans : মুম্বাই 
10. স্বর্তবিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
Ans : লর্ড ডালহৌসি
11. ধাতু পৃথিবীর কোন অংশে পাওয়া যায় ?
Ans : ভূ-ত্বকে 
12. ইংরেজিতে নাটক লেখার জন্য প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার কে জেতেন ?
Ans : মহেশ দত্তানি 
13. CaOCl2 কি হিসেবে ব্যবহৃত হয় ?
Ans : জীবাণু এবং ব্যাকটেরিয়ানাশক
14. সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে স্থাপন করেন ?
Ans : গোপালকৃষ্ণ গোখলে 
15. পৃথিবীর কেন্দ্রমন্ডলের তাপমাত্রা প্রায় কত ?
Ans : 4000-5000℃
16. মরুভূমিতে মরীচিকার সৃষ্টি কোন নীতির দৃষ্টান্ত ? 
Ans : অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন 
17. কাবেরী জল বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে রয়েছে ?
Ans : তামিলনাড়ু ও কর্ণাটক 
18. রৈখিক পেশী হলো _____?
Ans : বহু কোষকেন্দ্র যুক্ত 
19. 1920 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
Ans : লালা লাজপত রায় 
20. সিরোজেম কি ?
Ans : মরু অঞ্চলের মাটি