Posts

Showing posts from October, 2024

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 200

  আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 200 ********************* ◉ 81. চাইল্ড লেবার  ইরাডিকেশন স্কীম কোন বছর থেকে চালু হয় ?  Ans :  1994 ◉ 82. কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোন সালে শুরু হয় ?  Ans :  1952 ◉ 83. টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম কোন বছর থেকে শুরু হয় ?  Ans :  1975 ◉ 84. ন্যাশনাল ইনস্টিটিউশন অফ রুরাল ডেভেলপমেন্ট কোন বছর শুরু হয় ?  Ans :  1977   ◉ 85. ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোন বছর শুরু হয় ?  Ans :  1977 - 78   ◉ 86. ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম কোন বছর শুরু হয় ?  Ans :  1980   ◉ 87. ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ব্যাংক অফ ইন্ডিয়া কোন বছর গঠিত হয় ?  Ans :  1985   ◉ 88. কমপ্রিহেনসিভ গ্রুপ ইনসিওরেন্স স্কীম কোন বছর শুরু হয় ?  Ans :  1985  ◉ 89. জওহর রোজগার যোজনা কোন বছর চালু হয় ?  Ans :  1989 ◉ 90. ন্যাশনাল হাউজিং ব্যাংক ভলান্টারি ডিপোজিট স্কীম কোন বছর চালু হয় ?  Ans :  1991 ☞ 91. পাধার আঞ্চলিক নৃত্য ভারতের কোন রাজ্যে দেখ...

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 199

  আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 199 ********************* ★ 61. অশোকের শিলালিপি জেমস প্রিন্সেপ কত সালে পাঠোদ্ধার করেন ?  Ans :  1837 সালে  ★ 62. অশোকের নির্দেশাবলী কোন লিপিতে রচিত হয়েছিল ?  Ans :  ব্রামহী লিপি  ★ 63. কত সালে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস কে পরাজিত করেন ?  Ans :  305 খ্রিস্টপূর্ব   ★ 64. কোন বৌদ্ধ সন্ন্যাসী বিন্দুসারকে দুটি সমুদ্রের মাঝখানে জায়গা জয় করার জন্য অনেক কৃতিত্ব দিয়েছেন ?  Ans :  তারকনাথ   ★ 65. বিন্দুসার অশোক কে কোন কোন স্থানে শাসনভার অর্পণ করেন ?  Ans :  উজ্জয়িনী ও তক্ষশীলা  ★ 66. কততম শিলালিপিতে অশোক নিজে কলিঙ্গ যুদ্ধের পর তাঁর নিজের জীবনে প্রভাব উল্লেখ করে গেছেন ?  Ans :  শিলালিপি - 13 ★ 67. কোন সালে অশোক কলিঙ্গ যুদ্ধ জয় করেন ?  Ans :  261 খ্রিস্টপূর্ব  ★ 68. কান্ধার শিলালিপিতে অশোকের কোন উপাধির উল্লেখ রয়েছে ?  Ans :  প্রিয়দর্শী ★ 69. বরাবর গুহা শিলালিপিতে অশোকের কোন উপাধির উল্লেখ রয়েছে ?  Ans :  প্রিয়াদাসীরাজা ...

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 198

  আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 198 ********************* ➤ 41. আলাস্কা স্রোতের প্রকৃতি কি রূপ ?  Ans :  উষ্ণ প্রকৃতির   ➤ 42. পেরু স্রোতের প্রকৃতি কি রূপ ?  Ans :  শীতল প্রকৃতির   ➤ 43. মোজাম্বিক স্রোত কোন মহাসাগরীয় স্রোত ?  Ans :  ভারত মহাসাগর   ➤ 44. আগালহাস স্রোত কোন মহাসাগরীয় স্রোত ?  Ans :  ভারত মহাসাগর   ➤ 45. ভিক্টরিয়া লেক থেকে উৎপত্তি প্রাপ্ত নীল নদ কোথায় পতিত হয়েছে ?  Ans :  ভূমধ্যসাগর   ➤ 46. কুনলুন পর্বতমালা থেকে উৎপত্তিপ্রাপ্ত হোয়াংহো নদী কোথায় পতিত হয়েছে ?  Ans :  গাল্ফ অব চিলি  ➤ 47. বিশ্বের গভীরতম লেক কোনটি ?  Ans :  কাস্পিয়ান সাগর  ➤ 48. জাভা ট্রেঞ্চ কোন মহাসাগরের গভীরে অবস্থিত ?  Ans :  ভারত মহাসাগর   ➤ 49. বিশ্বের বৃহত্তম উপসাগর টি কোনটি ?  Ans :  মেক্সিকান উপসাগর   ➤ 50. বাব-আল-মানদেব প্রণালী কোন দুই সাগরের মধ্যে অবস্থিত ?  Ans :  লোহিত সাগর ও আরব সাগর ☯ 51. রবি - কোন নদীর অন্যতম প্রধান উপনদী ?...

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 197

  আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 197 ********************* ➲ 21. এম এস গোলওয়ালকর - এর পরিচিত নাম কি ছিল ?  Ans :  গুরুজি ➲ 22. জয়প্রকাশ নারায়ণ - এর পরিচিত নাম কি ছিল ?  Ans :  লোকনায়ক   ➲ 23. পন্ডিত মদনমোহন মালব্য - এর পরিচিত নাম কি ছিল ?  Ans :  মহামান্য ➲ 24. শেখ মহম্মদ আবদুল্লা - এর পরিচিত নাম কি ছিল ?  Ans :  শের-ই-কাশ্মীর   ➲ 25. চক্রবর্তী রাজাগোপালাচারী - এর পরিচিত নাম কি ছিল ?  Ans :  রাজাজি   ➲ 26. শেখ মুজিবর রহমান - এর পরিচিত নাম কি ছিল ?  Ans :  বঙ্গবন্ধু   ➲ 27. দাদাভাই নৌরজি - এর পরিচিত নাম কি ছিল ?  Ans :  গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া   ➲ 28. টি প্রকাশম - এর পরিচিত নাম কি ছিল ?  Ans :  অন্ধ্র কেশরি ➲ 29. জয়নুল আবেদিন - এর পরিচিত নাম কি ছিল ?  Ans :  কাশ্মীরের আকবর ➲ 30. ভগৎ সিং - এর পরিচিত নাম কি ছিল ?  Ans :  শহিদ-এ-আজম ✍ 31. ইউক্যারিওটিক কোশের মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের রাইবোজোমের প্রকৃতি হল ?  Ans :  70S ...

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 196

  আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 196 ********************* ❑ 1. সংসদের দুই কক্ষের যুগ্ম অধিবেশনের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?  Ans :  অস্ট্রেলিয়া   ❑ 2. কোন সালের নাগরিকত্ব আইনকে সংশোধনের জন্য 2016 সালে এই বিলটি প্রথমবার লোকসভায় উত্থাপন করা হয় ?  Ans :  1955 ❑ 3. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার কোন ধারায় উল্লেখিত ?  Ans :  ধারা 29 - 30 ❑ 4. মূল সংবিধানে কতগুলি মৌলিক অধিকার ছিল ?  Ans :  7 টি   ❑ 5. ধারা - 31 কে কোন সালে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় ?  Ans :  1978   ❑ 6. রাজ্যসভার সদস্য হতে গেলে নূন্যতম কত বয়স হতে হবে ?  Ans :  30 বছর   ❑ 7. বিধানসভার সদস্য হতে গেলে নূন্যতম কত বয়স হতে হবে ?  Ans :  25 বছর   ❑ 8. রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করতে পারেন ?  Ans :  12 জন ❑ 9. ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী কে ছিলেন ?  Ans :  সর্দার বল্লভভাই প্যাটেল  ❑ 10. ভারতের প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন ?  Ans :  জওহরলাল নেহেরু ⧩ 11. পূর্ব ও...

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 195

  আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 195 *********************  276. নমাডিক এলিফ্যান্ট সামরিক অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে ?  Ans :  মঙ্গোলিয়া 🎲 277. গাড়ুদা শক্তি সামরিক অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে ?  Ans :  ইন্দোনেশিয়া 🎲 278. শক্তি সামরিক অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে ?  Ans :  ফ্রান্স   🎲 279. সূর্য কিরণ সামরিক অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে ?  Ans :  নেপাল 🎲 280. হ্যান্ড ইন হ্যান্ড সামরিক অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে ?  Ans :  চীন 📚 281. ICC কবে স্থাপিত হয় ?  Ans :  1909 সালে 📚 282. BRICS সংগঠন কবে তৈরি হয় ?  Ans :  2006 সালে  📚 283. BIMSTEC সংগঠন কবে তৈরি হয় ?  Ans :  1997 সালে   📚 284. OPEC সংগঠন কবে তৈরি হয় ?  Ans :  1960 সালে   📚 285. APEC সংগঠন কবে তৈরি হয় ?  Ans :  1989 সালে   📚 286. ASEAN সংগঠন কবে তৈরি হয় ?  Ans :  1967 সালে   📚 287. NATO সংগঠন কবে স্থাপিত হয় ?  Ans :  1949...

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 194

  আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 194 ********************* 🌈 256. রাজস্থানের রাজ্য ফুল কি ?  Ans :  রোহিরা   🌈 257. গুজরাটের রাজ্য ফুল কি ?  Ans :  গাঁদা   🌈 258. মহারাষ্ট্রের রাজ্য ফুল কি ?  Ans :  জরুল   🌈 259. কর্ণাটকের রাজ্য ফুল কি ?  Ans :  পদ্ম   🌈 260. কেরালার রাজ্য ফুল কি ?  Ans :  গোল্ডেন শাওয়ার ⦿ 261. লিথারেজের রাসায়নিক নাম কি ?  Ans :  লেড মনোঅক্সাইড (PbO) ⦿ 262. ব্যারাইটার রাসায়নিক নাম কি ?  Ans :  বেরিয়াম হাইড্রক্সাইড (Ba(OH)2) ⦿ 263. বালির রাসায়নিক নাম কি ?  Ans :  সিলিকন ডাই অক্সাইড (SiO2) ⦿ 264. নেসলার বিকারকের রাসায়নিক নাম কি ?  Ans :  পটাশিয়াম টেট্রা আয়োডো মারকিউরেট ( K2[HgI4] ) ⦿ 265. পাইরোগ্যাললের রাসায়নিক নাম কি ?  Ans :  বেঞ্জিন 1,2,3 ট্রাই অল (C6H3(OH)3) ⦿ 266. কাঁদানে গ্যাসের রায়াসনিক নাম কি ?  Ans :  ক্লোরোপিকরিন (CCl3NO2) ⦿ 267. ফসজিনের রাসায়নিক নাম কি ?  Ans :  কার্বনিল ক্লোরাইড (COCl2) ⦿ 268...

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ Mock Test Part - 914

  আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ Mock Test Part - 914 **************** Quiz Application প্রতিটি প্রশ্নের জন্য ২০ সেকেন্ড. Start The Mock Time's Up score: Next question See Your Result Quiz Result Total Questions: Attempt: Correct: Wrong: Percentage: Start Again Go To Home