আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 198

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 198



*********************


➤ 41. আলাস্কা স্রোতের প্রকৃতি কি রূপ ? 
Ans : উষ্ণ প্রকৃতির 

➤ 42. পেরু স্রোতের প্রকৃতি কি রূপ ? 
Ans : শীতল প্রকৃতির 

➤ 43. মোজাম্বিক স্রোত কোন মহাসাগরীয় স্রোত ? 
Ans : ভারত মহাসাগর 

➤ 44. আগালহাস স্রোত কোন মহাসাগরীয় স্রোত ? 
Ans : ভারত মহাসাগর 

➤ 45. ভিক্টরিয়া লেক থেকে উৎপত্তি প্রাপ্ত নীল নদ কোথায় পতিত হয়েছে ? 
Ans : ভূমধ্যসাগর 

➤ 46. কুনলুন পর্বতমালা থেকে উৎপত্তিপ্রাপ্ত হোয়াংহো নদী কোথায় পতিত হয়েছে ? 
Ans : গাল্ফ অব চিলি 

➤ 47. বিশ্বের গভীরতম লেক কোনটি ? 
Ans : কাস্পিয়ান সাগর 

➤ 48. জাভা ট্রেঞ্চ কোন মহাসাগরের গভীরে অবস্থিত ? 
Ans : ভারত মহাসাগর 

➤ 49. বিশ্বের বৃহত্তম উপসাগর টি কোনটি ? 
Ans : মেক্সিকান উপসাগর 

➤ 50. বাব-আল-মানদেব প্রণালী কোন দুই সাগরের মধ্যে অবস্থিত ? 
Ans : লোহিত সাগর ও আরব সাগর
☯ 51. রবি - কোন নদীর অন্যতম প্রধান উপনদী ? 
Ans : সিন্ধু 

☯ 52. কোন স্থানে অলকানন্দা মন্দাকিনির সাথে মিলিত হয়েছে ? 
Ans : রুদ্রপ্রয়াগে

☯ 53. কেন - কোন নদীর অন্যতম প্রধান উপনদী ? 
Ans : যমুনা 

☯ 54. ধানসিরি - কোন নদীর অন্যতম প্রধান উপনদী ? 
Ans : ব্রহ্মপুত্র 

☯ 55. পৃথিবীর বৃহত্তম নদী-দ্বীপ মাজুলি কোন রাজ্যে অবস্থিত ? 
Ans : অসম

☯ 56. শিবনাথ - কোন নদীর অন্যতম প্রধান উপনদী ? 
Ans : মহানদী 

☯ 57. মঞ্জিরা - কোন নদীর অন্যতম প্রধান উপনদী ? 
Ans : গোদাবরী 

☯ 58. পশ্চিমঘাটের ব্রহ্মগীর শ্রেণি থেকে উৎপত্তি লাভ করেছে কোন নদী ? 
Ans : কাবেরী 

☯ 59. তাওয়া - কোন নদীর অন্যতম প্রধান উপনদী ? 
Ans : নর্মদা 

☯ 60. কোন স্থান থেকে লুনি নদী উৎপত্তি লাভ করেছে ? 
Ans : আরাবল্লী পর্বতমালা